২০০৯ সনের ১৬
নং আইনের
ধারা ৬ এর
প্রতিস্থাপন
৫। উক্ত আইনের ধারা ৬ এর পরিবর্তে নিম্নরূপ
ধারা ৬ প্রতিস্থাপিত হইবে, যথাঃ—
‘‘৬। সন্ত্রাসী কার্য।— (১) (ক) কোন ব্যক্তি
বা সত্তা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি,
জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন
করিবার জন্য জনসাধারণ বা জনসাধারণের
কোন অংশের মধ্যে আতংক সৃষ্টির মাধ্যমে
সরকার বা কোন সত্তা বা কোন ব্যক্তিকে
কোন কার্য করিতে বা করা হইতে বিরত
রাখিতে বাধ্য করিবার উদ্দেশ্যে—
(অ) কোন ব্যক্তিকে হত্যা, গুরুতর আঘাত,
আটক, অপহরণ করিলে বা এই কাজে সহায়তা
করিলে, বা কোন ব্যক্তি বা সত্তা বা
রাষ্ট্রের কোন সম্পত্তির ক্ষতিসাধন করিলে
বা ক্ষতিসাধন করিতে সহায়তা করিলে;
(আ) কোন ব্যক্তিকে হত্যা, গুরুতর আঘাত,
আটক, অপহরণ করার জন্য প্ররোচিত করিলে,
বা প্রচেষ্টা গ্রহণ করিলে, বা কোন ব্যক্তি
বা সত্তা বা রাষ্ট্রের কোন সম্পত্তির
ক্ষতিসাধন করার কার্যে প্ররোচিত করিলে,
বা প্রচেষ্টা গ্রহণ করিলে; অথবা
(ই) উপ-দফা (অ) ও (আ) এর উদ্দেশ্য
সাধনকল্পে কোন বিস্ফোরক দ্রব্য, দাহ্য
পদার্থ ও কোন অস্ত্র ব্যবহার করিলে বা
নিজ দখলে রাখিলে;
(খ) কোন ব্যক্তি বা সত্তা বাংলাদেশের
অভ্যন্তর হইতে অন্য কোন রাষ্ট্রের
নিরাপত্তা বিঘ্নিত করিবার লক্ষ্যে কোন
অপরাধ সংঘটন করিলে বা অপরাধ সংঘটনের
প্রচেষ্টা গ্রহণ করিলে বা প্ররোচিত করিলে
বা সহায়তা করিলে অথবা অন্য কোন
রাষ্ট্রের কোন সম্পত্তির ক্ষতিসাধনকল্পে
কোন ব্যক্তি বা সত্তার আর্থিক সংশ্লেষ
থাকিলে বা উক্ত অপরাধ কার্যে লিপ্ত হইলে
বা প্রচেষ্টা গ্রহণ করিলে বা প্ররোচিত
করিলে বা সহায়তা প্রদান করিলে;
(গ) কোন ব্যক্তি বা সত্তা জ্ঞাতসারে
সন্ত্রাসী কার্য হইতে উদ্ভূত বা কোন
সন্ত্রাসী বা সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক প্রদত্ত
কোন অর্থ বা সম্পদ ভোগ করিলে বা দখলে
রাখিলে;
(ঘ) কোন বিদেশী নাগরিক বাংলাদেশের
অভ্যন্তরে দফা (ক), (খ) ও (গ) এর অধীনে
কোন অপরাধ করিলে;
—তিনি ‘‘সন্ত্রাসী কার্য’’ সংঘটনের অপরাধ
করিবেন।
(২) কোন ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্য
সংঘটন করিয়া থাকিলে, তিনি বা উক্ত
সত্তার সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ
তিনি বা তাহারা যে নামেই পরিচিত হউক
না কেন, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড
বা অনূর্ধ্ব বিশ বৎসর এবং অন্যূন চার বৎসর
পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম কারাদন্ডে
দন্ডিত হইবেন, এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ড
আরোপ করা যাইবে।’’।
ধারা ৬ এর প্রতিস্থাপন
24 Friday Apr 2015
Posted LAW
in