নজীর কাকে বলে ? (What is Precedent) ?
সকল আদালত দেশের বিধিবদ্ধ আইন দ্বারা
বিচার কার্য পরিচালনা করবেন এটাই নিয়ম।
কিন্তু অনেক সময় বিচার কার্য পরিচালনা
করতে গিয়ে আদালত এমন সমস্যার সম্মুখিন হন
যে, মামলার বিচার্য বিষয় আইনের এমন
বিধান সমূহকে স্পর্শ করে যার দ্বারা সটীক
সিদ্ধান্তে উপনীত হওয়া মুশকিল হয়ে পড়ে।
এই ক্ষেত্রে আদালত, ইতি পুর্বে অনুরুপ সমস্যা
সমাধানে দেশ বা বিদেশের উচ্চ আদালতের
গৃহীত সিদ্ধান্তকে অনুসরণের মাধ্যমে
মামলার নিষ্পত্তি করেন। একটি মামলায়
সিদ্ধান্ত গ্রহনে আদালতকে অনেক বিষয়
বিবেচনায় আনতে হয় এবং এই সিদ্ধান্তগুলি
পরবর্তী সময়ে দৃষ্ঠান্ত হিসাবে ব্যবহৃত হয়।
নজীর বলতে পুর্ববর্তী মামলায় উচ্চ আদালত
কর্তৃক গৃহীত সিদ্ধান্তকে বুঝায় যা পরবর্তী
সময়ে অনুরুপ মামলার বিচারকার্যে অনুসরণ
করা হয়। উচ্চ আদালত বলতে হাইকোর্ট বিভাগ
ও আপীল বিভাগকে বুঝায়। উচ্চ আদালতের
সিদ্ধান্ত অন্য আদালতের অনুসরণের যুক্তি হল
যে একি রকম মামলায় যেন ভিন্য ভিন্য
সিদ্ধান্ত না আসে। আর এই কারণে নজীর
অনুসরণ করা আদালত সমূহের উপর সংবিধান
দ্বারা বাধ্যকর করা হয়েছে। বাংলাদেশ
সংবিধানের ১১১ অনুচ্ছেদে বলা হয়েছে যে,
সুপ্রিম কোর্টের আপীল বিভাগের গৃহীত
সিদ্ধান্ত হাইকোর্টের উপর এবং হাইকোর্ট
কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সকল আদালতের উপর
বাধ্যকর।
নজীর অনুসরণের ফলে যেমন একি রকম
মামলায় বিভিন্য রকম সিদ্ধান্ত আসেনা
তেমনি বিধিবদ্ধ আইনের পাশাপাশি
বাধ্যকর একটি রীতি হিসাবে নজীর
প্রতিষ্ঠিত হয়েছে।