PPC
Tense

Past Perfect Continuous Tense

# অতীতকালে কোন কাজ বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে Past Perfect
Continuous Tense হয়।এখানেও যদি দুটি ক্রিয়ার উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে থেকে চলছিল তার
Past Perfect Continuous Tense হয় এবং যেটি পরে হয়েছিল, তার Simple Tense হয়।

(Past Perfect Continuous Tense is used for an action that began before a certain
point in the past and continued upto that time)
Sentence structure
[Subject + had been + (Verb+ing)]

ট্রেনটি ছাড়ার পূর্বে আমরা খেলা করছিলাম – We had been playing before the train started.
আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলুম তখন সে উপন্যাস পড়ছিল – She had been reading a novel when I went to meet her.
ঐ সময় লিখা দুই মাস ধরে উপন্যাস লিখছিল – At that time Likha had been writing a novel for two months.
আমি যখন ছেলেটিকে দেখলাম তখন সে কয়েক ঘন্টা ধরে কাঁদছিল – When I met the boy he had been crying for several hours.
তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে , তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করছিল – Your mother had
been waiting for you when you went to your friend’s house.
কালাম সাহেব সেখানে পাঁচ বছর যাবত শিক্ষকতা করছিলেন -Mr. Kalam had been teaching there for five years.
তখন বেলা ১০টা, জাকির ভোর থেকে কাজ করে ক্লান্ত হয়ে পড়ছিল – It was 10 a.m.
and Jakir was tried as he had been working since dawn