Present
Con.Tense

Present Continuous Tense

# বর্তমানে কোন কাজ চলছে , মানে কাজটি এখনি হচ্ছে বা নিকট
ভবিষ্যতে চলবে বোঝালে Present Continuous Tense হয়।

(Present Continuous Tense is used when an action is
continued or going to be continued in near future.)
#এই Tense- এ বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছে ইত্যাদি থাকে।

Sentence structure
[Subject + am/is/are + Verb(ing)+Object]

আমি বই পড়িতেছি(পড়ছি) – I am reading a book.
আমরা বই পড়িতেছি(পড়তেছি )- We are reading a book.
তুমি/তোমরা বই পড়িতেছ(পড়ছ)-You are reading a book.
সে বই পড়িতেছে(পড়ছে )-He is reading a book.
আমি আজ রাত্রে দিল্লী যাব- I am going to Delhi to night(near future).
আমার কাকা আগামিকাল এখানে আসছেন- My uncle is arriving here tommorow.
আপনি কি আজ বিকালে মিটিং-এ আসছেন?- Are you coming to the meeting this afternoon?