Present
Per.Tense

Present Perfect Tense

# কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল বর্তমান আছে বোঝালে Present Perfect Tense হয়।

(Present Perfect Tense is used when the work has
been done but its effet lasts.)
#এই Tense- এ বাংলা ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াছ, ইয়াছে ইত্যাদি থাকে।

Sentence structure
[Subject + have/has + Past Participle form of Verb +Object]

আমি কাজটি করেছি (করিয়াছি) – I have done the work.
আমরা কাজটি করেছি (করিয়াছি)- We have done the work.
তুমি/তোমরা কাজটি করেছ (করিয়াছ)-You have done the work.
সে কাজটি করেছে (করিয়াছে)-He has done the work.
তাহারা কাজটি করেছে (করিয়াছে) – They have done the work.
তাহারা এই মাত্র কাজটি করেছে (করিয়াছে) – They have just done the work.
সে ঘন্টার পর ঘন্টা পড়ছে (পড়িতেছে) – He has studied for hours.