ডালিমের পুষ্টিগুণ ( উপকারিতা জেনে নিন )
-ক্যালসিয়াম সমৃদ্ধ ফল। এতে ভিটামিন সি রয়েছে।
-ডালিমের রস কুষ্ঠরোগের উপকারে আসে।
-গাছের বাকল, পাতা, অপরিপক্ক ফল এবং ফলের
খোসার রস পাতলা পায়খানা, আমাশয় ও রক্তক্ষরণ বন্ধ
করে।
-যে কোনো দুরারোগ্য রোগের পথ্য
হিসেবে ডালিমের রস নিদ্বির্ধায় পান করা যায়।
-ডালিমও মানবদেহের কোনো ব্যথা-বেদনা
দেখলে চুপ করে থাকে না। তাকে পুরো নির্বংশ
করে দেয়।
-ডালিম হৃদযন্ত্রকে রাখে সুস্থ, রক্তচাপকে
নিয়ন্ত্রণে রাখে
-প্রদাহজনিত রোগ থেকে মুক্তি দেয় এবং
ক্যান্সার ও বিভিন্ন জটিল রোগ থেকে আমাদের
নিরাপদে রাখে।