খাস জমি কি:
কোনো জমি যদি সরকারের হাতে
ন্যস্ত হয় এবং সেই জমিগুলি যদি সম্পূর্ণ
সরকারের নিয়ন্ত্রণাধীন এবং
সরকার,এই জমিগুলি সরকার কর্তৃক
প্রণীত পদ্ধতি অনুযায়ী বন্দোবস্ত
দিতে পারেন অথবা অন্য কোনো
ভাবে ব্যবহার করতে পারেন তাহলে
উক্ত ভূমিগুলিকে খাস জমি বলে।
১৯৫০ সালের স্টেট একুইজিশন এন্ড
টেনান্সি এক্টের ৭৬ ধারার ১
উপধারায় খাস জমি সম্বন্ধে বলা
হয়েছে। উক্ত ধারায় বলা হয়েছে
যে,কোনো ভূমি যদি সরকারের হাতে
ন্যস্ত হয় এবং সেই জমিগুলি যদি সম্পূর্ণ
সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে তাহলে
সরকার,এই ভূমিগুলি সরকার কর্তৃক
প্রণীত পদ্ধতি অনুযায়ী বন্দোবস্ত
দিতে পারেন,অথবা অন্য কোনো
ভাবে ব্যবহার করতে পারেন, সরকারের
নিয়ন্ত্রণাধীন উপরোক্ত ভূমিগুলিকে
খাস জমি হিসাবে বুঝাবে।
তবে অন্যান্য মন্ত্রণালয়ের যথা বন বা
পূর্ত কিংবা সড়ক ও জনপথ এর
স্বত্বাধীন বা মালিকানাধীন বা
নিয়ন্ত্রণাধীন ভূমিকে সরকারের খাস
জমি হিসাবে গন্য করা যাবে না।
(১৯৫০ সালের স্টেট একুইজিশন এন্ড
টেনান্সি এক্টের ৭৬ ধারা এবং ৮৭
ধারা)
(গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর
সংবিধানের ১৪৩ অনুচ্ছেদ)
খাস জমি কি
28 Tuesday Apr 2015
Posted LAW
in