জমির খতিয়ান অথবা
ম্যাপ পাবেন কোথায়?
প্রায়শ, জমির মালিকানা ও দখল
নিরূপনে অথবা ক্রয়-বিক্রয়ের
ক্ষেত্রে জমির খতিয়ানের বিশেষ
প্রয়োজন হয়। অন্যদিকে ম্যাপ প্রয়োজন
হয় জমির চৌহদ্দি নির্ধারণের জন্য।
কিন্তু এগুলো সংগ্রহ করবেন
কিভাবে?
খতিয়ান প্রাপ্তির স্থান
খতিয়ান চূড়ান্ত প্রকাশনাকালীন
সময়ে উপজেলা সেটেলমেন্ট
অফিসের আওতাধীন খতিয়ান চুড়ান্ত
প্রকাশনা ক্যাম্প হতে সংগ্রহ করা
যায।
খতিয়ান চূড়ান্ত প্রকাশনা শেষ হবার
পর সংশ্লিষ্ট জেলা প্রশাসকের
রেকর্ড রুম থেকে খতিয়ানের
সার্টিফাইড কপি(পর্চা) সংগ্রহ করা
যায়।
জেলা প্রশাসকের রেকর্ড রুম ছাড়া
অন্য কোন দ্প্তর হতে খতিয়ানের
সার্টিফাইড কপি(পর্চা) সংগ্রহের
সুযোগ নেই।
মৌজা ম্যাপ প্রাপ্তি স্থান
মৌজা ম্যাপ চূড়ান্ত
প্রকাশনাকালীন উপজেলা
সেটেলমেন্ট অফিসের আওতাধীন
প্রকাশনা ক্যাম্প হতে মৌজা ম্যাপ
সংগ্রহ করা যায়।
চূড়ান্ত প্রকাশনা শেষ হবার পর
সংশ্লিষ্ট জেলা প্রশাসকের রেকর্ড
রুম থেকে স্টক থাকা সাপেক্ষে
মৌজা ম্যাপের প্রিন্টেড কপি
সংগ্রহ করা যায়।
এছাড়া মৌজা ম্যাপের ভূমি রেকর্ড
ও জরিপ অধিদপ্তর, সাতরাস্তা,
তেজগাঁও, ঢাকা থেকেও সংগ্রহ করা
যায়।
মৌজা ম্যাপ ছাড়া ও অন্যান্য ম্যাপ
যেমন, থানা ম্যাপ, জেলা ম্যাপ ও
বাংলাদেশ ম্যাপ ভূমি রেকর্ড ও
জরিপ অধিদপ্তর, সাতরাস্তা,
তেজগাঁও, ঢাকা থেকেও সংগ্রহ করা
যায়।
জমির খতিয়ান অথবা ম্যাপ পাবেন কোথায়?
28 Tuesday Apr 2015
Posted LAW
in