দালাল ছাড়াই ১৫ মিনিটে
সংগ্রহ করুন জমির মৌজা
ম্যাপ
আপনি এখন থেকে CS ক্যাডেস্ট্রাল
সার্ভে (সিএস) ও SA স্ট্যাট
অ্যাকুইজিশনের (এসএ) এর ডিজিটাল
(প্রিন্ট) মৌজা ম্যাপ সংগ্রহ করতে পারেন
মাত্র ১৫ মিনিটে ৩০০ টাকার বিনিময়ে,
যেখানে আগে দালাল ধরে হাজার টাকা
খরচ করে ম্যাপ পেতে কস্ট হত আপনার।
ঢাকার তেজগাঁও সাতরাস্তা মোড়ে ভূমি
রেকর্ড ও জরিপ অধিদফতরে নিচতলায়
ডিজিটাল ম্যাপের জন্য সেবাকেন্দ্র
খোলা হয়েছে।
অধিদফতর সূত্রে জানা যায়, দুই লাখ চার
হাজার মৌজা ম্যাপের মধ্যে
ক্যাডেস্ট্রাল সার্ভে (সিএস) ও স্ট্যাট
অ্যাকুইজিশনের (এসএ) জরিপের এক লাখ
১৫ হাজার ম্যাপ পরিপূর্ণভাবে স্কেল ঠিক
রেখে নিখুঁতভাবে কম্পিউটারাইজড করা
হয়েছে। ফলে এখন যে কেউ ম্যাপের জন্য
এলে সেবাকেন্দ্রের কম্পিউটার থেকে বড়
প্রিন্টার বা প্লটারে প্রিন্ট দিয়ে সঙ্গে
সঙ্গে ম্যাপ সরবরাহ করা যাবে। এছাড়া,
সারাদেশের মোট দুই লাখ চার হাজার
ম্যাপের মধ্যে রিভিশনাল সেটেলমেন্টের
(আরএস) ৮৯ হাজার ম্যাপ ডিজিটালাইজড
করা বাকি আছে।
দালাল ছাড়াই ১৫ মিনিটে সংগ্রহ করুন জমির মৌজা ম্যাপ
28 Tuesday Apr 2015
Posted LAW
in