লংঘন:
কোন জমি গুলি খাস জমি সে বিষয়ে
না জানানো।
ভুমিহীন ব্যক্তিকে খাস জমি বরাদ্দ
না দেওয়া।
ভুলক্রমে কোনো ব্যক্তির জমি খাস
জমি হিসেবে গণ্য হলে তা বাতিল
করার জন্য সুযোগ না দেওয়া।
খাস জমি সংক্রান্ত কোন আপত্তি
থাকলে আপিলের সুযোগ না দেওয়া।
ভূমিহীনরা খাস জমি বন্দোবস্ত
পাবার জন্য দরখাস্ত দাখিলের জন্য
সময় না দেওয়া।
জেলা প্রশাসক কর্তৃক খাস জমি
বন্দোবস্ত পাবার পর ১ কপি পূনর্বাসন
কার্ড প্রদান না করা।
যদি কোন ভুমিহীন সমিতি থাকে
তাহলে ভুমিহীন সমিতিকে খাস জমি
বন্দোবস্ত না দেওয়া।
ভুমিহীন পরিবার কর্তৃক খাস জমির
জন্য প্রদত্ত সেলামি/টাকা প্রদানের
এবং খাজনা প্রদানের রশিদ প্রদান না
করা
খাস জমি দখলে রাখতে না দেওয়া।
খাস জমিতে উত্তরাধীকারী গণের
নাম পরিবর্তন করতে না দেওয়া।
খাস জমি বন্দোবস্ত পাবার পর তা
বিনা রেজিষ্ট্রেশন ফিতে নিজ নাম
রেজিষ্ট্রি করে দিতে অস্বীকার করা।
খাস জমি বন্দোবস্ত পাবার পর তার
সীমানা চিহ্নিত করে রাখাতে না
দেওয়া।
লংঘন
28 Tuesday Apr 2015
Posted LAW
in