Subject verb agreement
বাক্যে subject যদি 3rd person হয় তাহলে
verb-এরসাথে s বা es যোগ করতে হয়। এটাই
হল subject verb agreement-এর মুল নিয়ম। কিন্তু
পরীক্ষায় subject এবং verb এমন ভাবে দেয়া
থাকে যে বুঝতে খুব অসুবিধা হয়।
যেমন: His grasp of many areas of radio and
television technology makes/make it easy for him
to find a job. এই বাক্যে verb খুব সহজে বোঝা
গেলেও subject বের করতে বেশ সমস্যা হয়।
এই বাক্যে subject হল his grasp একটি singular
subject তাই verb হবে makes. এখানে subject
এবং verbএর মধ্যে একটি prepositional phrase
(of many areas in radio and television
technology) আছে তাই subject বুঝতে সমস্যা
হয়।
নিচে subject verb agreement-এর কিছু নিয়ম
দেয়া হল।
1. Subject এবং verb এর মাঝে prepositional
phrase আসলে তা verb-এর ওপর কোন প্রভাব
ফেলে না।
Prepositional phrase সাধারণত একটি
preposition দিয়ে সুরু হয় এবং একটি noun দিয়ে
শেষ হয়। ওপরের বাক্যে at=preposition এবং
technology= noun.
2. Either….or, neither….nor, not only….but also
ইত্যাদি থাকলে সবচে কাছের subject
অনুযায়ী verb হবে। যেমন: neither john nor his
brothers have done this. এখানে verb have
হয়েছে কারণ সবচে কাছের subject-টি (his
brothers) plural.
3. Collective noun-এর (army, jury, and committee)
পর সাধারণত verb-এর main form বসে। যেমন:
the jury agrees on the verdict.
তবে যদি সবাই কোন কাজ একসাথে না করে
আলাদা আলাদা ভাবে করে তাহলে verb-এর
সাথে s বা es যোগ করতে হবে না। যেমন: the
jury disagree on the verdict. এখানে disagree
করার কারণে দলটি দুই ভাগে ভাগ হয়ে
গিয়েছে। তাই এখানে verb-এর সাথে s বা es
যোগ হয় নি।
4. –ics দিয়ে শেষ হয় এমন শব্দ গুলো যদি কোন
বিষয় এর নাম বোঝায় তাহলে তার পর verb
এর singular form হয়। যেমন: economics is my
favorite subject.
5. The number-এর পর singular verb হয় এবং a
number-এর পর plural verb হয়। যেমন: a number
of students fail every year.
The number of students who pass is increasing.
6. Each, every, somebody, everybody, anybody,
nobody এই pronoun-গুলর পর singular verb হয়।
যেমন: everybody wants to study in Dhaka
university.
7. কখনো কখনোSubject এবং verb-এর মাঝে
Along with…., together with……. আসতে পারে।
কিন্তু verb subject-এর person অনুযায়ী হবে।
যেমন: john along with his friends is going to the
cinema. এখানে verb-এর আগে plural noun
থাকলেও subject (john) অনুযায়ী singular verb
হয়েছে।