পৃথিবীর বিভিন্ন দেশের ও
অঞ্চলের নাম
পৃথিবীতে মোট দেশের সংখ্যা
কত? – ২৩০
পৃথিবীতে মোট স্বাধীন দেশের
সংখ্যা কত? – ১৯৪ (সর্বশেষ
কসোভো)
পৃথিবীর আয়তন কত? – ৫১১০০০৫০০
বর্গ কিমি
পৃথিবীর পরিধি কত? – ২৫০০০
মাইল
পৃথিবীর ব্যাস কত? – প্রায় ১২৭৬৫
কিমি
সূর্যকে প্রদক্ষিন করতে পৃথিবীর
সময় লাগে কত ? – ৩৬৫দিন ৫ ঘন্টা
৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
পৃথিবীর নিজ অক্ষেও উপর
একবার আবর্তন করতে সময় লাগে
কত ? – ২৩ ঘন্টা ৫৬ মিনিট
পৃথিবীর বার্ষিক গতিবেগ –
প্রতি সেকেন্ডে ২৯৭৬কিমি
মঙ্গল গ্রহে আকাশের রং কি
রূপ ? – গোলাপী
কোন কোন অঞ্চলগুলোকে
একত্রে মাইক্রোনেশিয়া বলা
হয় ? – নিরক্ষরেখার নিকটবর্তী
দ্বীপসমুহ এর অন্তর্গত। যথা –
ক্যারোলিন দ্বীপপুঞ্জ,মার্শাল
দ্বীপপুঞ্জ, কিরিবাতি, নাউরু,
ওসিয়াম।
কোন কোন অঞ্চলগুলোকে
একত্রে মেলোনেশিয়া বলা
হয় ? – ফিজি, ভানুয়াতু, পাপুয়া
নিউগিনি, বিসমার্ক, সলোমান
দ্বীপপুঞ্জ, সান্তাক্রুজ,
নিউক্যালিডোনিয়া,
নিউগিনি।
কোন অঞ্চলগুলোকে একত্রে
পলিনেশিয়া বলা হয় ? –
সামোয়া, ট্রুভ্যালু, কুক
দ্বীপপুঞ্জ, টোঙ্গা, ইস্টার,
তাহিতি।
বাল্টিক রাষ্ট্রগুলো কি কি । –
লিথুনিয়া, লাটভিয়া,
এস্তোনিয়া। রাষ্ট্রগুলো শীতল
বাল্টিক সাগরের তীরবর্তী।
সাবেক সোভিয়েত ভুক্ত।
বলকান রাষ্ট্র কোনগুলো? –
বুলগেরিয়া, রুমানিয়া,
আলবেনিয়া, গ্রিস, হাঙ্গেরি,
যুগোশ্লাভিয়া (সার্বিয়া,
ক্রেয়েশিয়া, শোভেনিয়া,
মন্টিনিগ্রো,
বসনিয়াহর্জেগোভিনা,
মেসিডোনিয়া)।
স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলো
কি কি? – আইসল্যান্ড, সুইডেন,
নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড।
গোল্ডেন ক্রিসেন্ট –
আফগানিস্তান, পাকিস্তান ও
ইরানের মধ্যে অবস্থিত আফিম
উৎপাদনকারী অঞ্চল।
গোল্ডেন ওয়েজ – ভারত,
নেপাল ও তিব্বত সীমান্ত যা
মাদক চোরাচালানের জন্য
বিখ্যাত।
ফোর টাইগার্স হল – হংকং,
সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও
তাইওয়ান
ব্রিক কান্ট্রি – ব্রাজিল,
রাশিয়া, ভারত ও চীন
বিশ্বের অধিক সীমান্ত
বেষ্টিত দেশ – চীন ও রাশিয়া
পৃথিবীর সর্বনিু স্থানের নাম –
মৃত সাগর
তাফতান কোন দুটি দেশের
সীমান্তবর্তী স্থান – ইরান ও
পাকিস্তান
আয়তনে জাতিসংঘের ক্ষুদ্রতম
দেশ মোনাকো।
পৃথিবীর তুরস্ক ও রাশিয়া দেশ
দুটি মহাদেশে পড়েছে। শহর হল
ইস্তাম্বুল।
পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী
নরওয়ের হ্যামারফাস্ট।দক্ষিনের
নগরী চিলির পুয়োটো
উইলিয়াম।
নাগানো-কারাবাখ
আজারবাইজান ও আর্মেনিয়ার
করিডোর।
পৃথিবীর বিভিন্ন দেশের ও অঞ্চলের নাম
02 Saturday May 2015
Posted General knowledge
in