বাংলাদেশের ভৌগোলিক
তথ্যাবলী > বাংলাদেশের জেলা
ভিত্তিক তথ্যাবলী
লক্ষ্মীপুর
১. চরগজারিয়া লক্ষ্মীপুরে অবস্থিত।
কুমিল্লা
২. ধর্ম সাগর কুমিল্লায় অবস্থিত।
কিশোরগঞ্জ
৩. শিল্পাচার্য জয়নুল আবেদিন
জন্মগ্রহণ করেন কিশোরগঞ্জে।
কক্সবাজার
৪. উখিয়া সীমান্ত কোন জেলায় –
কক্সবাজার
৫. দেশের সর্ববৃহৎ ও প্রথম বায়ু বিদ্যুত
কেন্দ্র কোথায় – কুতুবদিয়া,
কক্সবাজার
৬. কক্সবাজার সমুদ্র সৈকত দৈর্ঘ্য ১৫৫
কিমি।(পূর্বনাম প্যানোয়া)
৭. এলিফ্যান্ট পয়েন্ট কক্সবাজারে
অবস্থিত।
৮. হিমছড়ি কক্সবাজার শহরের নিকটে
অবস্থিত।
কুষ্টিয়া
৯. কুষ্টিয়ার শিলাইদহ কবে নির্মিত-
১৮১৩ সালে (রবীনাদ্রনাথের ঠাকুরদা
দ্বারকানাথ ঠাকুর, জমিদারী কাজ
দেখাশুনা করার জন্যে)
খাগড়াছড়ি
১০. হালদা ভ্যালি খাগড়াছড়িতে
অবস্থিত।
খুলনা
১১. হিরন পয়েন্ট সুন্দরবনের
দক্ষিনাংশে অবস্থিত।
১২. টাইগার পয়েন্ট সুন্দরবনে অবস্থিত।
গাজীপুর
১৩. কোন সাল থেকে তুরাগ নদীর
তীরে টঙ্গীতে বিশ্ব এসে-মা শুরু হয়
– ১৯৬৭ সাল থেকে।
হবিগঞ্জ
১৪. সাতছড়ি জাতীয় উদ্যান –
হবিগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ
১৫. বাংলাদেশের সর্বপ্রথম
আর্সেনিক ধরা পড়ে
চট্টগ্রাম
১৬. দেশের প্রথম প্রজাপতি পার্ক
কোথায় – পতেঙ্গা, চট্টগ্রাম
১৭. বাংলাদেশের সবচেয়ে বেশি
মাজার রয়েছে – চট্টগ্রামে (২য়
সিলেট)
১৮. চট্টগ্রাম সিটি কর্পোরেশনের
এলাকায় থানা ১২টি।
১৯. অভ্যন্তরীন কন্টেইনার ডিপো
অবস্থিত চট্টগ্রামে।
ঢাকা
২০. ঢাকা পৌরসভার মর্যাদা লাভ
করে ১৮৬৪ সালে।
২১. ঢাকা পৌরসভাকে কবে সিটি
কর্পোরেশনে রূপান্তরিত করা হয় –
সেপ্টেম্বর’১৯৭৮। ঢাকা পৌর
কর্পোরেশনের প্রথম মেয়র নিযৃক্ত
করা হয় ব্যারিষ্টার আবুল হাসনাতকে।
২২. ঢাকা আবিষ্কৃত হয় কোন যুগে? –
নব্য প্রস্তর যুগে
২৩. ঢাকা গেট (রমনা থানার অন্তর্গত
তিন নেতার মাজার সংলগ্ন) নির্মাণ
করেন মীর জুমলা।
২৪. দিলকুশা গার্ডেন নির্মাণ করেন
নওয়াব আবদুল গণি।
২৫. বলধা গার্ডেন নির্মাণ করেন
নরেন্দ্র নারায়ণ চৌঃ।
২৬. মুঘল সুবেদার ইসলাম খাঁ ঢাকার
নাম দেন জাহাঙ্গীর নগর।তিনি
রাজমহর থেকে বাংলার রাজধানী
ঢাকায় স্থানান্তর করেন। ফরাশগঞ্জ ও
গেন্ডারিয়াকে বিভক্তকারী
ধোলাইখাল খনন করেন ১৬০৮-১৬১০
সালে।
২৭. ঢাকায় সর্ববৃহৎ সৌন্দর্যমন্ডিত
ফোয়ারা বিজয় সরণি ফোয়ারা।
২৮. ঢাকায় একমাত্র পানি
শোধনাগারটি চাদনী ঘাটে অবস্থিত
(১৮৭৪সালে)।ঢাকা শহও পে্রথম পানি
সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনী
ঘাটে।
২৯. ডিআইটির বর্তমান নাম রাজধানী
উন্নয়ন কর্তৃপক্ষ।
৩০. ঢাকা মেট্রোপলিটন এলাকার
আয়তন ১৬০বর্গমাইল।
৩১. ঢাকা ক্লিনসিটি।
৩২. ঢাকা সদরঘাটের পূর্ব নাম
বাঙ্গালী বন্দর।
৩৩. গুরু দুয়ারা শিখ মন্দির ঢাকা
বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
৩৪. রাজধানীতে অবস্থিত সেফহোম
মহিলা ও শিশুদের হেফাজতকারী
প্রতিষ্ঠান।
৩৫. ডিআইটি সড়কের গুলিস্তান
প্রানে- যে ঐতিহাসিক কামানটি
রাখা, পূর্বে তা সদরঘাটে রাখাছিল।
মৌলবীবাজার
৩৬. বলিশিরা ভ্যালী
মৌলবীবাজার জেলায় অবস্থিত।
নাটোর
৩৭. দেশের উষ্ণতম স্থান নাটোরের
লালপুর।
নরসিংদী
নারায়ণগঞ্জ
৩৮. পানাম নগরী কোন জেলায়
অবস্থিত – নারায়ণগঞ্জ
৩৯. ভারতে সাবেক মুখ্যমন্ত্রী
জ্যোতিবসুর পৈতৃক বাড়ি কোথায় –
বারদী, সোনারগাঁও
৪০. বাংলাদেশের একমাত্র
লোকশিল্প জাদুঘর সোনারগাঁওয়ে
অবস্থিত।
নওগাঁ
৪১. জগদল বিহার কোথায় – নওগাঁ
জেলার ধামাইরহাট থানার জগদল
গ্রামে
৪২. কুসুম্বা মসজিদ অবস্থিত – মান্দা,
নওগাঁ
৪৩. কোন জেলায় সবচেয়ে বেশি
চালকল রয়েছে – নওগাঁ
নেত্রকোনা
৪৪. বিজয়পুর কোন জেলায় অবস্থিত –
নেত্রকোনা
নড়াইল
৪৫. অরুনিমা ইকোপার্ক কোথায় –
কালিয়া, নড়াইল
নীলফামারী
৪৬. নীল সাগর নীলফামারীতে
অবস্থিত।
দিনাজপুর
৪৭. রাণীপুকুর কোথায় অবস্থিত –
দিনাজপুর
৪৮. ভোজ বিহার কোথায় অবস্থিত –
দিনাজপুর
৪৯. কান্তজীর মন্দির দিনাজপুরে
অবস্থিত।
৫০. রাম সাগর দিনাজপুরে অবস্থিত।
৫১. বরসৌল অঞ্চল কোথায় – দিনাজপুর
পঞ্চগড়
৫২. পঞ্চগড় জেলার মধ্যে কতটি
ভারতীয় ছিটমহল রয়েছে – ১৭টি
৫৩. মাঝিপাড়া সীমান্ত কোথায় –
পঞ্চগড়
পটুয়াখালী
৫৪. সাগরকন্যা বলা হয় পটুয়াখালী
জেলাকে।
ফেনী
৫৫. বিলোনিয়া সীমান্ত ফেনী
জেলায় অবস্থিত।
ফরিদপুর
৫৬. নবাব আবদুল লতিফ কোথায় জন্ম
গ্রহণ করেন – ফরিদপুর
বগুড়া
৫৭. মসলা গবেষণা কেন্দ্র কোথায় –
বগুড়াতে
বাগেরহাট
৫৮. জিন্দাপীরের মাজার কোথায় –
বাগের হাট
বান্দরবান
৫৯. সাকা হাফং কোথায় অবস্থিত –
বান্দরবান
৬০. ‘রাবার জোন’ হিসাবে খ্যাত
‘বাইশারী’ কোথায় – নাইক্ষ্যংছড়ি,
বান্দরবন
বরিশাল
৬১. বাংলাদেশের শস্যভান্ডার বলা
হয় বরিশাল জেলাকে।
ভোলা
৬২. চর জব্বার, চরমনপুরা বোলায়
অবস্থিত।
মুন্সিগঞ্জ
৬৩. ইদ্রাকপুর দুর্গ কোথায় –
মুন্সিগঞ্জে
৬৪. মাওয়া ফেরি ঘাট কোন জেলায়
অবস্থিত – মুন্সিগঞ্জ
মেহেরপুর
৬৫. আর্সেনিক দূরীকরনের প্লান্ট
প্রকল্প নেয়া হয় মেহেরপুর পৌর
এরাকায়।
রাজশাহী
৬৬. গোল্ডেন জুবিলি টাওয়ারের
অবস্থান কোথায় – রাজশাহী
বিশ্ববিদ্যালয়
৬৭. রাজশাহী ও পাবনার মধ্যবর্তী
জলাশয় কি নামে পরিচিত –
সাতক্ষীরা
৬৮. ‘ভাতশালা’ ও ‘কোমরপুর’ সীমান্ত
কোন জেলায় অবস্থিত? – সাতক্ষীরা
৬৯. ভোমরা’ স’লবন্দরটি কোন জেলায়
অবস্থিত – সাতক্ষীরা
৭০. তলুই গাছা সীমান্ত কোন জেলায়
অবস্থিত – সাতক্ষীরা
৭১. বৈকারী সীমান্ত কোন জেলায়
অবস্থিত – সাতক্ষীরা
৭২. খানজিয়া সীমান্ত কোন জেলায়
অবস্থিত – কারিগঞ্জ, সাতক্ষীরা
যশোর
৭৩. ভবদহ বিল’ কোথায় – যশোহর
রাঙ্গামাটি
৭৪. টুকটুক ইকো ভিলেজ কোথায় –
কিল্লামুড়া, রাঙ্গামাটি
৭৫. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য
চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেঙ্গী
ভ্যালী।
সিরাজগঞ্জ
৭৬. মাওলানা ভাসানী জন্মগ্রহণ
করেন।
৭৭. বাংলাদেশের space village –
এনায়েতপুর, সিরাজগঞ্জ
সিলেট
৭৮. সিলেটের প্রাচীন নাম – শ্রীহট্ট
৭৯. গোয়াইন ঘাট সীমান্ত কোন
জেলায় অবস্থিত – সিলেট
৮০. পাদুয়া সীমান্ত কোন জেলায়
অবস্থিত – সিলেট
৮১. সাইবার সিটি হল সিলেট।
৮২. দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়
সিলেটের লালখান।