আবহাওয়া ও জলবায়ু :
বাংলাদেশ
১। বাংলাদেশের ভূ- উপগ্রহ
কেন্দ্রের সংখ্যা —৪টি।
২। বাংলাদেশ মহাকাশ গবেষনা
ও দুর অনুধাবন কেন্দ্রের নাম—
স্পারসো।
৩। বাংলাদেশের গড়
তাপমাত্রা — ২৬.১ ডিগ্রি
সেলসিয়াস।
৪। স্পারসো হলো— মহাকাশ
গবেষনাকারী সংস্থা।
৫। পৃথিবীর সর্বত্র দিনরাত্রি
সমান হয়— ২৩ সেপ্টেম্বর।
৬। বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষয়ের জন্য
দায়ী গ্যাস— ক্লোরোফ্লোরো
কার্বন।
৭। আবহাওয়া সম্পর্কীয় বিজ্ঞান—
মেটিওরোলজি।
আবহাওয়া ও জলবায়ু
03 Sunday May 2015
Posted General knowledge
in