বাংলাদেশের দেশী ও
বিদেশী সংস্থা (National and
International Organizations in Bangladesh) >
বাংলাদেশ সশস্ত্র বাহিনী (Armed
Forces of Bangladesh)
১. বাংলাদেশ সেনাবাহিনীর
সদর দপ্তর – ঢাকার কুর্মিটোলা
(ক্যান্টনমেন্ট ১৬টি)
২. বাংলাদেশ সেনাবাহিনীর
পূর্ব নাম – ইষ্টবেঙ্গল রেজিমেন্ট
৩. ইষ্টবেঙ্গল রেজিমেন্টের
প্রতিষ্ঠাতা কে – মেজর গণি
৪. বাংলাদেশ সেনাবাহিনীর
প্রতীক – ক্রস চিহ্নিত দুটি
তরবারি এবং এর উপর কৌণিক
অবস্থায় শাপলা ফুল।
৫. বাংলাদেশ
সেনাবাহিনীতে কতটি
সিকিউরিটি লেবেল আছে? –
৪টি (ক্রমানুসারে রেড, অরেঞ্জ,
ইয়োলো ও গ্রীন)
৬. বাংলাদেশে এ পর্যন্ত কতজন
সেনাপ্রধান জেনারেল
পদব িলাভ করেছেন- আতাউল গণি
ওসমানী, মোস্তাফিজুর রহমান,
মঈন-উ-আহমেদ,
৭. বাংলাদেশ মিলিটারী
একাডেমী ভাটিয়ারীতে
অবসি’ত।
৮. বাংলাদেশ বিমানবাহিনীর
সদর দপ্তর – ঢাকার তেজগাঁও
৯. ১৯৮৮ সাল থেকে প্রকাশিত
‘ঈগল’ কোন বাহিনীর ত্রৈমাসিক
সংবাদপত্র – বাংলাদেশ
বিমানবাহিনী
১০. বাংলাদেশ এয়ার ফোর্স
ট্রেনিং একাডেমী যশোওে
অবসি’ত।
১১. বাংলাদেশ নৌবাহিনীর
সদর দপ্তর – ঢাকায়
১২. বাংলাদেশ নৌ-বাহিনীর
প্রতীক- কাছি বেষ্টিত নোঙর ও
এর উপর শাপলা (রণতরী)
১৩. বাংলাদেশ নৌ-বাহিনীর
প্রথম রণতরীর নাম – বিএনএস
পদ্মা।
১৪. বাংলাদেশ নেভাল
একাডেমী চট্টগ্রামের
জলদিয়াতে অবসি’ত।
১৫. স্থল,নৌ ও বিমান বাহিনীর
সম্মিলিত দলের নাম –
টাস্কফোর্স
১৬. দেশের একমাত্র রাইফেলস
ট্রেনিং একাডেমী ‘বাইতুল
ইজ্জত’ কোথায় অবসি’ত –
সাতকানিয়া
১৭. বিডিআর এর নিজস্ব
গোয়েন্দা ইউনিটের নাম কি –
রাইপেলস সিকিউরিটি ইউনিট
১৮. BDR এর প্রস্তাবিত নতুন নাম
কি – বর্ডার গার্ডস অব
বাংলাদেশ ( BGB)
১৯. বিডিআর বিদ্রোহ বিচারের
জন্য কয়টি বিশেষ আদারত গঠিত হয়
– ৬টি
২০. বাংলাদেশ পুলিশ ১৯৭৬
সালে ইন্টারপোলের সদস্য হয়।
২১. প্রথম মহিলা পুলিশ নিয়োগ
করা হয় ১৯৭৬ সালে।
২২. জেলার পুলিশ প্রধানের পদবী
SP (সুপারিনটেনডেন্ট অব পুলিশ)।
থানার দায়িত্ব প্রাপ্ত পুলিশ
কর্মকর্তা OC(অফিসার ইনচার্জ)।
২৩. সোয়াট কি – ঢাকা
মেট্রোপলিটন পুলিশের এলিট
ট্যাকটিক্যাল ইউনিট
২৪. বাংলাদেশ পুলিশের
মূলনীতি কি – শান্তি-শৃংখলা
নিরাপত্তা ও প্রগতি
২৫. র্যাবের আনুষ্ঠানিক যাত্রা
শুরু কবে – ২৬ মার্চ’০৪
২৬. বাংলাদেশের অস্ত্র
কারখানা গাজীপুরে অবসি’ত।
২৭. Coast Guard প্রতিষ্ঠানটি
বাংলাদেশের স্বরাষ্ট্র
মন্ত্রণারয়ের অধীন।
২৮. বাংলাদেশ অস্থায়ী
সরকারের প্রথমবিমান বাহিনী
প্রধানকে – ক্যাপ্টেন এ কে
খন্দকার
২৯. BDR কোন মন্ত্রণালয়ের অধীন
– স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৩০. প্যারাসুটের সাহায্যে ধ্বংস
প্রাপ্ত বিমান হতে অবতরণকে
বলে – বেল আউট
৩১. আর্মড ফোর্সেস মেডিক্যাল
ইনস্টিটিউট প্রতিষ্ঠিত – ১৯৭৬
সালে