Tags

, ,

বাংলাদেশের পয়েন্ট,
সাগর, ভ্যালি > বাংলাদেশের
দ্বীপ (Island of Bangladesh)
নিঝুম দ্বীপের আয়তন কত? – ৯১
বর্গ কিমি (পূর্ব নাম বাউলার
চর বা বালুয়ার চর) (নাকি
কমলার চর)
সেন্টমার্টিন দ্বীপের:
বাংলাদেশের সর্ব
দক্ষিণের দ্বীপ (সর্বদক্ষিণের
স্থান সেন্টমার্টিনের
ছেড়াদ্বীপ)।অপর নাম
জিনজিরা। আয়তন কত – ৮
বর্গকিমি
(bangladeshtorism.gov.com)
আদিনাথ মন্দিরটি কোন
দ্বীপে অবস্থিত –
মহেশখালী
বাংলাদেশের একমাত্র
পাহাড়ী দ্বীপ মহেশখালী।
কৃত্রিম উপায়ে
বঙ্গোপসাগরে চর জাগানো
সম্ভব কিভাবে – ক্রস ড্যাম
পদ্ধতিতে
ছেঁড়াদ্বীপের আয়তন কত – ৩
বর্গকিমি
বঙ্গোপসাগওে
সেন্টমার্টিনের কাছে
জেগে উঠা নতুন দ্বীপটির
নাম গোলাচর।
দেশের বৃহত্তম ব-দ্বীপ
কোনটি – সুন্দরবন
অসংখ্যা দ্বীপ নিয়ে গঠিত
বনাঞ্চল কোনটি – সুন্দও বন
সোনাদিয়া দ্বীপ
কক্সবাজারের পশ্চিমে
অবস্থিত।
পর্তুগীজরা কোন দ্বীপে
বসবাস করত – ভোলার মনপুরা
দ্বীপে
টেকনাফ থেকে
সেন্টমার্টিন দ্বপপের
মাঝ্রেঅবস্থিত
বঙ্গোপসাগরের অংশটুকুর নাম
বাংলা চ্যানেল।
ভোলাদ্বীপ:
বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ।
তজমদ্দিন দ্বীপ ভোলায়
অবস্থিত।
ভারতের নৌবাহিনী কবে
জোর পূর্বক বে-আইনী ভাবে
দক্ষিণ তালপট্টি দ্বীপ দখল
কওে নেয় – ১৯৮১ সালে।
দক্ষিণ তালপট্টি দ্বীপের:
আয়তন কত? – ৮ বর্গ কিমি
(দৈর্ঘে ৩.৫কিমি ও প্রস্থে
৩কিমি)।অপর নাম পূর্বাশা
বা নিউমূর, ভারত এ নাম দেয়।
পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ-
বাংলাদেশ
বাংলাদেশের বৃহত্তম ব-
দ্বীপ- সুন্দরবন
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ-
ভোলা (৩৪০৩ বর্গকিমি)
বাংলাদেশের একমাত্র
দ্বীপ জেলা- ভোলা
সর্ব দক্ষিণের দ্বীপ- ছেঁড়া
দ্বীপ (না থাকলে সেন্ট
মার্টিন দ্বীপ)[প্রকৃতপক্ষে,
ছেঁড়া দ্বীপ সেন্ট মার্টিন
দ্বীপের সর্ব দক্ষিণের অংশ ।
তবে জোয়ারের সময় এটি
সেন্ট মার্টিন দ্বীপ থেকে
আলাদা হয়ে যায় ।]
একমাত্র সামুদ্রিক প্রবাল
দ্বীপ- সেন্ট মার্টিন দ্বীপ
নিঝুম দ্বীপ অবস্থিত- মেঘনা
নদীর মোহনায়
নিঝুম দ্বীপের পুরোনো নাম-
বাউলার চর
দক্ষিণ তালপট্টি দ্বীপ
অবস্থিত- সাতক্ষীরা
জেলায় (আয়তন- ৮ বর্গকিমি)
দক্ষিণ তালপট্টি দ্বীপ
অবস্থিত- হাড়িয়াভাঙ্গা
নদীর মোহনায়
দক্ষিণ তালপট্টি দ্বীপের
অপর নাম- নিউমুর বা পূর্বাশা
দ্বীপ (ভারতে এ নামে
পরিচিত)
দক্ষিণ তালপট্টি দ্বীপ
নিয়ে বিরোধ- বাংলাদেশ
ও ভারতেরভারতীয় নৌ-
বাহিনী জোরপূর্বক দক্ষিণ
তালপট্টি দ্বীপ দখল করে
নেয়- ১৯৮১ সালে
একমাত্র পাহাড়ি দ্বীপ-
মহেশখালি
মন্দির আছে- মহেশখালিতে
(আদিনাথ মন্দির)
মনপুরা দ্বীপ অবস্থিত-
ভোলা জেলায়
হিরণ পয়েন্ট ও টাইগার
পয়েন্ট- সুন্দরবনে অবস্থিত
বাতিঘরের জন্য বিখ্যাত-
কুতুবদিয়া
প্রাচীনকালে সামুদ্রিক
জাহাজ তৈরির জন্য
বিখ্যাত ছিল- সন্দ্বীপ