দেওয়ানী কার্যবিধি, দন্ডবিধি ও ফৌজদারীকার্যবিধির বিভিন্ন ধারা এবং কার্যবিধি কোনটা কি?বাংলাদেশের আইনকানুন সমূহকে প্রধানত তিনশ্রেণীতে চিহ্নিত করা যায়; বাংলাদেশ দন্ডবিধি,ফৌজদারী কার্যবিধি, এবং দেওয়ানী দন্ডবিধি।ফৌজদারী কার্যবিধি এবং দন্ডবিধিকে আলাদাভাবেস্বয়ংসম্পূর্ণ আইন নয়, এগুলো একে অপরেরউপর নির্ভরশীল। অবশ্য এসব ছাড়াও বিভিন্ন সময়েবিভিন্ন বিশেষ আইন তৈরি হয়েছে।দন্ডবিধিদন্ডবিধি থেকে অপরাধ এবং অপরাধের শাস্তিসম্পর্কে জানা যায়। মোট ৫১১টি ধারা আছেদন্ডবিধিতে, এসব ধারাগুলোর অনেকগুলোর আবারউপধারা আছে। ধারাগুলোর কোনটিতে অপরাধেরবর্ণনা বা সংজ্ঞা দেয়া হয়েছে আবার কোনটিতেঅপরাধের শাস্তির পরিমাণ বর্ণিত হয়েছে। ১৮৬০সালে প্রথম ভারতীয় দন্ডবিধি প্রবর্তিত হয়।দন্ডবিধিকে একটি দেশের মৌলিক আইন বলা হয়েথাকে।ফৌজদারী কার্যবিধিকিভাবে অপরাধের তদন্ত করতে হবে, গ্রেফতার-জমিনের বিধান এবং বিচারকার্য কিভাবে পরিচালনা করাহবে সেটা ফৌজদারী কার্যবিধি থেকে জানা যায়।ফৌজদারী কার্যবিধিতে মোট ৫৬৫টি ধারা আছে, এসবধারাগুলোর অনেকগুলোর আবার উপধারা আছে।১৮৬২ সালের ১লা জানুয়ারী হতে ফৌজদারী কার্যবিধিবলবৎ হয়। পরবর্তীতে বিভিন্ন সংশোধনী আনাহয়, আবার কিছু ধারা আবার বিভিন্ন সময়ে বাতিলও করাহয়।ফৌজদারী কার্যবিধিতে আরো কিছু বিষয় আছে,অপরাধ যাতে না ঘটতে পারে তার জন্য কিছু ব্যবস্থাফৌজদারী আইনে পাওয়া যায়। ফৌজদারী কার্যবিধিরচতুর্থ ভাগ অপরাধের প্রতিরোধ বিষয়ে নিবেদিত।দন্ডবিধি ও ফৌজদারী কার্যবিধি কোনটা কি?যেমন: কেউ কোন হত্যাকান্ডে অংশ নিলে তারশাস্তি মৃত্যুদন্ড। দন্ডবিধির ২৯৯ এবং ৩০০ ধারা থেকেজানা যায় কোনটি খুন বা হত্যাকান্ড এবং দন্ডবিধির ৩০২ধারায় শাস্তির বিস্তারিত বর্ণনা রয়েছে।কিন্তু কিভাবে এই মৃত্যুদন্ড কার্যকর করা হবে,কিভাবে তদন্তকার্য পরিচালনা করা হবে, কোনআদালতে মামলাটি দায়ের করতে হবে তথা বিষয়টিকোন আদালতের আওতাধীন, ইত্যাদি ফৌজদারীকার্যবিধি হতে জানা যায়।দেওয়ানী কার্যবিধিঅন্যদিকে দেওয়ানী কার্যক্রমে পুলিশের সরাসরিসম্পৃক্ততা নেই। যেগুলো ফৌজদারী অপরাধ নয়সহজ ভাষায় সেগুলোই দেওয়ানী আদালতেরআওতায় নেয়া হয়। বাড়ি-ঘর, জমি-জমা সংক্রান্ত বিরোধ,আর্থিক দেনদেন সংক্রান্ত প্রসঙ্গ ইত্যাদিদেওয়ানী আদালাতের আওতাভুক্ত। দেওয়ানীআদালত কিভাবে তার বিচারকার্য পরিচালনা করবেদেওয়ানী কার্যবিধিতে তার উল্লেখ আছে।দেওয়ানী কার্যবিধিকে মোটাদাগে দুইভাগে ভাগকরা যায়: কার্যবিধি ও অর্ডার। প্রতিটি অর্ডারের আবারএকাধিক রুল আছে।
দেওয়ানী কার্যবিধি, দন্ডবিধি ও ফৌজদারীকার্যবিধির বিভিন্ন ধারা এবং কার্যবিধি কোনটা কি?
09 Saturday May 2015
Posted LAW
in