Present Tense
১ . Present indefinite tense: বর্তমানকালে
কোনো কাজ সাধারণ ভাবে হয় বা হয়ে
থাকে এরূপ বোঝালে verb-এর present
indefinite tense হয় ।চিরন্তনসত্য, নিকটভবিষ্যৎ,
অভ্যাস, প্রভৃতি বোঝাতেও present
indefinite tense হয় ।
গঠনপ্রণালি: Subject-এরপর মূল verb-এর
present form ব্যবহৃত হয় ।তবে subject
(কর্তা) third person singular number হলে
মূল verb-এর শেষে s বা es যোগ করতে
হয় ।
যেমন: We live in Bangladesh.
The sun rises in the east.
Birds fly in the sky.
The rose smells sweet.
He does not sleep by day.
Does Ram not drink tea?
Present Indefinite tense- এর ব্যবহার:
(i) চিরন্তন সত্য (universal truth)বুঝাতে:
The sun rises in the east.
(ii) অভ্যাসগত কর্ম বুঝাতে:
He goes to bed at 10 o’clock everyday.
(iii) ভবিষ্যতে কোন কাজ হবে বুঝাতে
অনেক সময় এ Tense ব্যবহৃতহয়,
Ramadan begins in the next month.
(iv) often, usually, sometimes, always,
occasionally, on Friday, twice, every day,
every week ইত্যাদি শব্দ বা phrase এর সহিত:
Muslims go to mosque on Friday.
(v) অতীতকালের কাজ বর্তমানের কাজ
রূপে বুঝাতে:
Humayun ascends the throne.
(vi) কোন ব্যাক্তি বা লেখকের উক্তি উদ্বৃতি
করতে:
Shakespeare says, “Life is a tale told by an
idiot”.
(vii) Newspaper-এর headline-এ ব্যবহৃত হয়:
(viii) Conditional sentence-এ ব্যবহৃত হয়:
If he wants, I’ll help him.
Unless you read seriously, you will not do
well.
(ix) যদি Subordinate clause until, as soon as,
when, before ইত্যাদি conjunction দ্বারা শুরু হয়
এবং যদি ভবিষ্যৎকালের অর্থ বুঝায় তবে
principal clause-এর verb ভবিষ্যৎকালের
হলেও এ tense ব্যবহৃত হয়।
I shall wait until you come back.
As soon as the rain stops, we shall start
playing.
(x) যে সমস্ত verb (যেমন- see, assume,
seem, hear, think, look, smell, taste,
understand, believe, feel, love, expect
ইত্যাদি) এর continuous form-এ ব্যবহৃত হতে
পারেনা সেসমস্ত verb গুলো present
continuous- এর পরিবর্তে present indefinite-
এ ব্যবহৃত হয়।যেমনঃ
I see a bird. (not I am seeing a bird)
উপরের অধিকাংশ verb-এর বিশেষ অর্থ প্রকাশ
করতে continuous form হয়।যেমনঃ
1. যখন কোন মতামত দেওয়া বা চাওয়া হয়না
তখন “think” present continuous-এ ব্যবহৃত
হয়।যেমনঃ
what are you thinking about?
2. প্রতীক্ষা বুঝাতে “expect” continuous
tense-এ ব্যবহৃত হয়।যেমনঃ
I am expecting you arrival.
(xi) খেলা ধুলার ধারা বর্ণনা (commentaries on
games) নাটক বা অপেরার বর্ণনা করতে এ
tense ব্যবহৃত হয়।যেমনঃ A passes to B, B to
D, D across F and he shoots and it’s a goal.
(xii) এই মাত্র কোন কাজ সম্পন্ন হয়েছে
বুঝাতে।যেমনঃ He is gone.
২ . Present continuous tense: বর্তমানকালে
কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ
বোঝালে verb-এর present continuous
tense হয় ।
গঠনপ্রণালি: Subject-এরপর person ও number
অনুসারে am, is, are বসে এবং মূল verb-এর
শেষে ing যোগ হয়।যেমন: Mother is
telling a story. The dog is barking. Tuli is
singing a song. I am seeing a bird.
Now it is not raining. Rahim is catching
fish.
Present continuous tense- এর ব্যবহার:
(i) ভবিষ্যৎকালের অর্থ বুঝাতে:
I am leaving tomorrow.
Note: come I go verb ব্যতীত অন্যান্য verb-
এর সাথেভ বিষ্যত সময়ের উল্লেখ করতে
হয়।
(ii) কোন কাজ পূর্বে শুরু হয়ে
বর্তমানকালে ও কিছু সময় চলা বুঝাতে।
Forman is working for examination.
(iii) বিরক্তি বা অস্বস্তি বুঝাতে প্রায় পুনঃপুনঃ
ঘটছে এমন কাজের ক্ষেত্রে always এবং
continually -এর সাথে।
The students is always disturbing the class.
(not all time)
(iv) পরিবর্তনশীল অবস্থা (changing
situation) বুঝাতে; যেমনঃ The population of
Bangladesh is increasing rapidly.
(v) Today, this season, this year ইত্যাদি
বুঝাতেঃ He often goes to school by bus but
today he is going by train.
(vi) বক্তার বলার সময় কোন কাজ চলছে ঠিক
বলার মুহূর্তে নয়( not at the time of
speaking)বুঝাতে।
He is painting the building. I am reading
Hamlet of Shakespeare.
Note: উপরের sentence দুটির subject
যথাক্রমে He এবংI কাজগুলি ঠিক বলার মুহূর্তে
করছেনা।
* নিম্নের verb গুলির সাধারণত present
continuous tense হয়না ।
Verbs of perception / senses: feel, hear,
see, smell, notice, observe ইত্যাদি।
Verbs of feeling and emotions: desire,
dislike, fear, hate, want, like, love, mind,
prescribe, wise, abhor, appreciate, care for,
detest, value ইত্যাদি।
Verbs of possession: belong, own, possess.
Verbs of thinking: understand, know, think,
realize, believe, except, recollect,
remember, forget, recall, trust.
The Auxiliarries: may, shall, will, can, must
ইত্যাদি।
ব্যতিক্রমঃ বিশেষ অর্থ প্রকাশ করতে এসকল v
এর continuous form হয়।
৩. Present perfect tense: বর্তমানকালে
কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার
ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝালে
verb-এর present perfect tense হয় ।
গঠনপ্রণালি: Subject-এরপর person ও number
অনুসারে have বা has বসে এবং মূল verb-এর
past participle form ব্যবহত হয় ।
যেমন: I have written a letter.
She has drawn a picture.
They have eaten rice.
Present perfect tense- এরব্যবহার :
(i) অতীত ঘটনার ফল এখনও বর্তমান
রয়েছে বুঝাতে:
Maulana Bhashani has done a lot for our
country.
(ii) অতীতে অনেক সময় ধরে কোন
কাজ হয়েছে এবং এখনও সময়ের সমাপ্তি হয়নি
এরূপ অর্থ প্রকাশ করতে:
They lived in London for ten years.
(iii) কোন sentence-এ Just, Just now,
already, yet, never, ever, lately, recently
ইত্যাদি Adverb এবং so far, up to now, up to
the present ইত্যাদি Adverbial Phrase থাকলে
Present Perfect Tense হয়।
I have already written the letter.
Have you ever been to Cox’s Bazar?
So far he has done well.
(iv) After, when, before পূর্বে থাকলে
Future Perfect Tense প্রকাশ করতে Present
Perfect Tense ব্যবহৃত হয়।
Go to bed when/after you have done your
homework.
(v) অতীতে কোন কার্য সংঘটিত হয়েছে
এবং তা বর্তমানে ঘটতে পারে এমন বুঝাতে:
I have seen wolves in the forest.
উপরের Sentence-টির অর্থ it is still
possible to see in the forest.
(vi) Incomplete period বুঝাতে ( today, this
morning, this afternoon, this evening, this
week, this month, this year, this century
ইত্যাদি)
Tom has rung me three times this morning.
এখানে morning বলতে দুপুর ১টার পূর্ব
পর্যন্ত বুঝায়।যদি সময়টি ১ টার পর বুঝায় তখন তা
complete period বুঝায় এবং তা Past indefinite
tense হয়।
Tom rang me three times this morning (at 2
pm)
I have seen him this afternoon (at 4 pm)
I saw him this afternoon (at 6 pm)
(vii) a. অভ্যাসগত কর্ম (habitual actions)
বুঝাতে: They have always answered my
letter.
b. কোন পুনঃপুনঃ সংঘটিত না হওয়া বুঝিয়ে একটানা
সংঘটিত হওয়া বুঝালে:
Since my childhood I have learnt my
lessons attentively.
কিন্তু এক্ষেত্রে Since এর বিকল্প
হিসেবে for এর পরে period of time ব্যবহার
করতে হয়।
I have learnt my lessons attentively for ten
years.
(viii) নিম্নলিখিত Sentence-এর ক্ষেত্রে:
Jerry is the best boy I have ever seen.
This is the best book I have ever read.
Note: ever-এর পরিবর্তে the first, the
second, the only ব্যবহার করা যায়।
This is first time I have seen a lion.
This is the only book he has bought.
(ix) অতীতে সংঘটিত হয়ে বর্তমানে কোন
কাজ চলে এরূপ বুঝাতে:
He has been in London for three years. (he
is still in London)
কিন্তু He was in London for three years. (he
is not in London now)
(x) বলার সময় কোন কাজ সংঘটিত হয়েছে
বুঝালে:
I have not seen you for years. (but I see
you now)
The room has not been cleaned for months.
(but we are cleaned it now)
(xi)নিম্নলিখিত ধরনের প্রশ্ন এবং তার উত্তর
বুঝাতে:
How long have you been you here? – I have
been here for six months.
Have you been to the zoo? – yes, I have
been to the zoo.
The present used with for and since
For এর ব্যবহার : (a) period of time
(extending into the present) বুঝাতে: We
have lives in Delhi for five years. (and still
live there)
Note: be,live এবংwait এরপর for
থাকলেউক্ত forবাদদেয়াযায়:
We have been here an hour.
Since এরব্যবহার : Point of time-
এরপূর্বেsince বসে: He has been ill since
Monday.
Note: last এবং the last এর মধ্যে পার্থক্য:
নির্দিষ্ট সময় (point of time) বুঝাতে last
এবংব্যাপক সময় (period of time) বুঝাতে the
last ব্যবহৃত হয়।যেমন:
I have been here since last week.
I have been here for the last week.
(xii) চিঠিপত্রে Present perfect tense প্রায়ই
ব্যবহৃত হয়: I am sorry I have not written
before.
৪. Present perfect continuous
tense: বর্তমানকালে কোন কাজপূর্ব থেকে
আরম্ভ হয়ে এখনো হচ্ছে বা চলছে এরূপ
বোঝালে verb-এর present perfect
continuous tense হয় ।
গঠনপ্রণালী: Subject-এরপর person ও
number অনুসারে have been বা has been
বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়

যেমন: I have been reading for five hours.
It has been raining since morning. He has
been suffering from fever for seven days.
Present perfect continuous tense- এর
ব্যবহার:
(i) Present perfect continuous tense- এর
ক্ষেত্রে ব্যাপক সময় (period of time) এর
পূর্বে for এবং নির্দিষ্ট সময় (point of time)
এর পূর্বে since বসে।
I have been reading for two hours.
I have been reading since in the morning.
(ii) এ Tense-এ স্থিতিশীলতার অর্থজ্ঞাপক
(static Nature) এর-verb যেমন stay, sit,
stand, wait, study, lie, learn, rest, live, sleep,
rain, work, teach ইত্যাদির ব্যবহারই বেশি। এ
verb এর কার্য তাদের প্রকৃতিগত কারণে
আরম্ভ হয়ে বর্তমানে গড়ায়।
He has been sleeping for three hours.
(iii) Present perfect tense-
এপুনঃপুনঃসংঘটিতকার্যকে Present perfect
continuous tense-এ প্রকাশকরাহয়।
Present perfect: I have written six letters
since breakfast.
Present perfect continuous: I have writing
letters since breakfast.
Note: এক্ষেত্রে present perfect I
present perfect continuous-এর পার্থক্য হল
present perfect tense –এ সম্পকৃত number
of times I number of things এর উল্লেখ
থাকে; কিন্তু present perfect continuous-এ
উল্লেখ থাকেনা এবং কাজটি নিরবিচ্ছিন্নভাবে
বলা বুঝায়।