মামালার কোন পর্যায়ে আরজি সংশোধনের
দরখাস্ত
করা যায় ?
কোন পরিস্থিতিতে আদালত আরজি
সংশোধনের
আবেদন নামঞ্জুর করবেন ?
==============================
=================
__ আরজি সংশোধনে কি ?
একটি দেওয়ানী মামলা শুরু হয় আরজি
দাখিলের
মাধ্যমে এবং যার বিরুদ্ধে
বক্তব্য আনায়ন করে আরজি দাখিল করা হয়
সেই
বেক্তি তথা বিবাদী আদালতে তার বক্তব্য
লিখিত
আকারে প্রদান করে থাকে ।বাদির এই
আরজি এবং
বিবাদীর লিখিত জবাবকে একত্রে
প্লিডিংস বলা হয় ।
দাখিল করার সময় আরজি বা জবারের বক্তব্য
ভুলবশত
লিপিবদ্ধ হয়েথাকতে পারে বা পরবর্তীতে
নতুন
কোন ঘটনা বা দলিল আবিষ্কৃত হয়ে থাকতে
পারে ।
অথবা সময়ের পরিক্রমায় নতুন কোন ঘটনার
উদ্ভব
হতে পারে । এরুপ সকল পরিস্থিতি যদি বাদী
বা
বিবাদী যদি সঠিকভাবে আদালতের সামনে
উপস্থাপন
করতে না পারে ,তাহলে ,তাহলে আদালত
সঠিক
সিদ্ধান্তে পৌঁছতে পারবেনা বা আদালত
থেকে
কোন পক্ষই আইনানুগ ফলপ্রসূ প্রতিকার লাভ
করতে পারবেনা ।এমন পরিস্থিতিতে আরজি
বা
জবাবে নতুন কোন বক্তব্য সংজোযন বা কোন
বক্তব্য বিয়োজন বা এমন তথ্য যা পূর্বে কোন
পক্ষের গোচরীভূত ছিলনা তা সংজোযন করে
আরজি বা জবারের যে পরিমারজন, পরিবর্তন
করা হয়
তাকে আরজি বা জবাব সংশোধন বলে ।
__ কোন পর্যায়ে আরজি সংশোধনের দরখাস্ত
করা যায় ?
দেওয়ানী কার্যবিধির ৬ নং আদেশের ১৭
বিঁধিতে
বলা হয়েছে যে ,মামলার যেকোনো পর্যায়ে
আদালত যেকোনো পক্ষকে ন্যায়সঙ্গত
পদ্ধতিতে ও শর্তে তার আরজি
বা জবাবে পরিবর্তন বা সংশোধন করার
অনুমতি দিতে
পারে ।
__কোন পরিস্থিতিতে আদাল আবেদন
নামঞ্জুর
করবেন ?
আইনগতভাবে আরজি ও জবাব সংশোধনের
ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন
করা ছাড়াও কিছু সীমাবদ্ধতা রয়েছে ।
মোকোরদোমার যেকোনো পর্যায়ে
সংশোধন করতে হলে আদালতকে কমপক্ষে
কয়েকটি বিষয় সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা
দিতে হব । যেমন ;
(১) প্রস্তাবিত সংশোধনীটি পক্ষগনের মধ্যে
বিরোধ নিরসনে আবসসক।
(২) প্রস্তাবিত সংশোধনী দ্বারা অপ্র
পক্ষের
কোন ক্ষতি হওয়ার
সম্ভাবনা নেই ।
(৩) সংশোধনীর জন্য সময় ক্ষেপণের ফলে
বিবাদীর অনুকূলে জন্মানো
কোন বিধ অধিকার যেন নষ্ট না হয় ।
(৪) সংশোধনীটি সম্পূর্ণ নতুন এবং
অসঙ্গতিপূর্ণ
মামলার সুচনা করেনা ।
(৫) সংশোধনীর আবেদন সরল বিশ্বাসে
মামলা
বিলম্বিত না করার উদ্দেশে
আনীত হতে হবে ।
__উপরোক্ত শর্ত সমুহের কোন একটি যদি
আবেদনকারী পুরন করতে না পারে
তাহলে সে ক্ষেত্রে আদালত আরজি
সংশোধনের আবেদন নামঞ্জুর করতে
পারেন ।
____________________________________________________________________________===_____====____________♠______♦_____®________©_____===_________
____________