Verb মানে ক্রিয়া । যা দ্বারা কোন কাজ করা বোঝায়
তাকে Verb বলে ।
যেমন-
John reads a story book.
Rahul plays football.
Nafi goes to school regularly.
উপরের বাক্যে read, play, go এই শব্দগুলো হল
verb, যেগুলো দ্বারা যথাক্রমে read(পড়া), play
(খেলা), go(যাওয়া) এই কাজ করা বোঝাচ্ছে ।
Verb প্রধানত দুই প্রকার_
1. Finite Verb
2. Non-finite verb
Finite Verb : যে verb তার subject এর number ও
person অনুযায়ী পরিবর্তিত হয় তাকে বলে ।
যেমন-
I read to learn.
He reads to learn.
They read to learn.
উপরের বাক্য গুলো লক্ষ্য করি ।
প্রথম বাক্যের verb হচ্ছে read. কারন প্রথম
বাক্যে Subject হিসেবে ‘I’ ( 1st person singular
number) আছে । দ্বিতীয় বাক্যে Verb হিসেবে
‘read’ থাকলেও তার সাথে ‘s’ যুক্ত হয়েছে, কারন
দ্বিতীয় বাক্যে subject হিসেবে ‘He’ ( 3rd
person ) আছে । আবার তৃতীয় বাক্যে subject
হিসেবে ‘They’(3rd person) থাকলেও verb এর
সাথে ‘s’ যুক্ত হয় নি কারন ‘They’ 3rd person
হলেও plural number .
তাহলে আমরা দেখলাম যে Finite verb তার subject
এর number ও Person অনুযায়ী পরিবর্তিত হয়
Finite verb আবার প্রধানত দুই প্রকার –
1. Principal verb
2. Auxiliary verb
Principal Verb: যে verbঅন্য কোন verb এর
সাহায্য ছাড়াই স্বাধীন ভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ
করতে পারে তাকে Principal verb বলে ।
যেমন-
I play football.
They draw a picture.
She cooks rice.
ঊপরের বাক্যে play, draw, cooks হল principal
verb , কারন এই verb গুলি অন্য কোন verb এর
সাহায্য ছাড়াই বাক্য সম্পূর্ণ করতে পারে ।
Auxiliary verb: যে verb অন্য verb কে tense ও
voice গঠনে সাহায্য করে তাকে Auxiliary verb
বলে ।
যেমন-
I am playing football.
They are drawing a picture.
She is cooking rice.
উপরের বাক্যে am, are, is হল auxiliary verb.
Principal verb দুই প্রকার-
1. Transitive verb
2. Intransitive verb
Transitive verb: যে verb এর object থাকে তাকে
Transitive verb বলে ।
Verb কে ‘কি’ বা ‘কাকে’ দ্বারা প্রশ্ন করে উত্তর
পেলে সেটাই হবে object.
He reads a novel. ( সে কি পড়ে ? — বই পড়ে )
Tina likes her father. ( টিনা কাকে পছন্দ করে ? –
তার বাবাকে )
উপরের বাক্যে reads ও likes হচ্ছে Transitive
verb কারন এই verb গুলির দুইটা object যথাক্রমে a
novel ও her father আছে ।
Intransitive verb: যে verb এর object থাকে না
তাকে Intransitive verb বলে ।
যেমন-
He sleeps.
I play.
Birds fly.
উপরের বাক্যে sleeps, play ও fly হচ্ছে
Intransitive verb ,কারন এই verb গুলির কোন
object নেই ।
Auxiliary verb কে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় ।
1.Primary auxiliary
2.Modal auxiliary
3.Periphrastic modal auxiliary
Primary auxiliary: যে auxiliary verb গুলি কখনও
সাহায্যকারি verb আবার কখনও principal verb
হিসেবে ব্যবহারিত হয় তাকে Primary auxiliary
বলে ।
Primary auxiliary আবার তিন প্রকার-
‘To be’ verb (am, is, are, was, were, be, been,
being)
‘To have’ verb (have, has, had)
‘To do’ verb (do, does, did)
বাক্যগুলি লক্ষ্য করি –
He is playing football in the field.
He is a good player.
উপরের প্রথম বাক্যে ‘is’ হল সাহায্যকারি (auxiliary)
verb, কিন্তু দ্বিতীয় বাক্যে ‘is’ হচ্ছে Principal
verb.
He has bought a cow.
He has ten cows.
উপরের প্রথম বাক্যে ‘has’ হল সাহায্যকারি
(auxiliary) verb, কিন্তু দ্বিতীয় বাক্যে ‘has’
হচ্ছে Principal verb.
He did not go to school.
He did his homework.
উপরের প্রথম বাক্যে ‘did’ হল সাহায্যকারি
(auxiliary) verb, কিন্তু দ্বিতীয় বাক্যে ‘did’ হচ্ছে
Principal verb.
তাহলে আমরা জানলাম যে, primary auxiliary কখনও
কখনও auxiliary verb হিসেবে ব্যবহারিত হয় আবার
কখনও কখনও Principal verb হিসেবেও ব্যবহারিত
হয় ।
Modal auxiliary: Modal auxiliary এর সংখ্যা ১৩ টি ।
যথা- can, could, shall, should, will, would, may,
might, must, need, dare, would better, would
rather.
Modal auxiliary verb গুলির পর সবসময় main verb
এর ‘base form’ ব্যবহারিত হয় । অর্থাৎ verb এর
সাথে ‘s’, ‘es’, ‘ies’ বা ‘ing’ কিছুই যুক্ত হবে না এবং
মূল verb টির ‘past form’ ব্যবহার করা হয় না ।
যেমন-
Incorrect: He can helps me.
Correct: He can help me.
Incorrect: She will goes to college.
Correct: She will go to college.
Incorrect: It may raining today.
Correct: It may rain today.
Incorrect: You would better went home.
Correct: You would better go home.
Periphrastic Modal Auxiliary: কিছু কিছু verb আছে
যার সাথে সবসময় ‘to’ ব্যবহারিত হয় তাকে
Periphrastic Modal Auxiliary বলে ।
এদের সংখ্যা ৬ টি । যথা – be to, be going to, used
to, ought to, be about to, have to.
He is to go market everyday. (তাকে রোজ
বাজারে যেতে হয় )
He used to play cricket at every afternoon. (সে
প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলত)
The patient is about to die. ( রোগীটি মরা মরা
অবস্থা )
I have to do the work (আমাকে কাজটি করতে
হবে)
Cognate verb: যে verb গুলির সাথে object এর
অর্থগত মিল আছে, তাকে Cognate verb বলে ।
যেমন-
He ran a race.
He tells a tale.
They slept a sound sleep.
He dreamt a dream.
উপরের বাক্য গুলির মধ্যে ran (run এর past
form), tell, slept ( sleep এর past form) , dreamt
( dream এর past form) হল cognate verb. কারন,
এই verb গুলির সাথে তাদের object এর অর্থগত মিল
রয়েছে ।
যেমন-
ran মানে দৌড়ানো আর race মানে দৌড়
প্রতিযোগিতা । অর্থাৎ কিছুটা অর্থগত মিল আছে ।
tell মানে গল্প বলা আর tale মানে গল্প । অর্থাৎ
কিছুটা অর্থগত মিল আছে ।
sleep (verb) মানে ঘুমানো আর sleep (object)
মানে ঘুম । অর্থাৎ কিছুটা অর্থগত মিল আছে ।
dream (verb) মানে স্বপ্ন দেখা আর dream
(object) মানে স্বপ্ন। অর্থাৎ কিছুটা অর্থগত মিল
আছে ।
Factitive verb: যে সব verb গুলো বাক্যের পূর্ণ
অর্থ প্রকাশ করার জন্য double ( দুটি) object গ্রহন
করে তাকে Factitive verb বলে ।
যেমন-
He gave me a pen.
উপরের বাক্যে ‘gave’ এই verb টা হল factitive
verb . কারন এই বাক্যে দুইটা object রয়েছে , যথা
– me এবং a pen.
We made him captain.
উপরের বাক্যে ‘made’ এই verb টা হল factitive
verb . কারন এই বাক্যে দুইটা object রয়েছে , যথা
– him এবং captain.
Linking verb: যে verb গুলির পর subject এরই
পরিচয় বা অবস্থা প্রকাশক আলাদা কোন word বা
phrase ব্যবহারিত হয় তাকে linking verb বলে ।
যেমন-Be ( am, is, are, was, were), become,
appear, seem, taste, feel, look, smell, remain etc.
He was poor.
উপরের বাক্যে ‘was’ হল linking verb . কারন এই
verb এর পর যে word টা বসেছে সেটা subject
এর একটা আলাদা অবস্থা প্রকাশ করছে ।
সে কেমন ছিল? – গরিব ছিল
They became rich.
উপরের বাক্যে ‘became’ হল linking verb . কারন
এই verb এর পর যে word টা বসেছে সেটা
subject এর একটা আলাদা অবস্থা প্রকাশ করছে ।
তারা কেমন হল ? – ধনী হল ।
More example_
He became mad.
He appears to be honest.
The girl looks beautiful.
The food tastes good.
Honey tastes sweet.
The flowers smell nice.
উপরের বাক্য গুলির মধ্যে became, appears,
looks, tastes, smell এই শব্দ গুলি হল linking verb.
Verb of Perception: ‘Perception’ মানে হল অনুভব
করা । মানুষের ইন্দ্রিয় (চোখ, কান, নাক, জিভ, ত্বক
দ্বারা যে কাজ করা বোঝায় তাকে verb of
perception বলে ।
see –দেখা — I see a nice bird.
hear –শোনা —- Can you hear me?
smell- গন্ধ নেয়া – I can smell the scent of the
flowers.
feel – অনুভব করা —– Iron feels hard.
taste – স্বাদ নেয়া —– We taste the mango.
notice – লক্ষ্য করা –I noticed him when he
came.
recognize – চিনতে পারা —Can you recognize the
boy?
মাথায় রাখতে হবে যে verb of perception গুলি
স্বাভাবিক ভাবে ব্যবহৃত হলে কখনও continuous
tense হয় না ।
Incorrect- I am seeing a bird.
Correct- I see a bird.
Incorrect- They are feeling unwell.
Correct- They feel unwell.
Non-conclusive verb: যে verb গুলি দ্বারা পছন্দ,
অপছন্দ, উপলব্ধি, প্রভৃতি মানুসিক প্রক্রিয়াকে
বোঝায় তাদেরকে Non-conclusive verb বলে ।
নিম্নে এরকম non-conclusive verb এর উদাহরন
দেয়া হল ।
agree (রাজি হওয়া), believe( বিশ্বাস করা), know( জানা),
recall(স্মরণ করা), remember(মনে করা), think
(ভাবা ), understand(বুঝতে পারা), recognize(চিনতে
পারা), find(খুজে পাওয়া), forget(ভুলে যাওয়া), differ
(মতভেদ করা ), love(ভালভাসা), want(চাওয়া), forgive
( ক্ষমা করা ), like(পছন্দ করা), dislike( অপছন্দ করা),
mind(মনে করা), feel(অনুভব করা ), hate(ঘৃণা করা ),
prefer(অধিকতর পছন্দ করা), appear(মনে হওয়া ),
seem(মনে হওয়া) প্রভৃতি ।
এই verb গুলির কখনও continuous tense হয় না ।
Causative verb
Subject এর নিজে কোন কাজ না করে অন্যকে
দিয়ে কোন কাজ করিয়ে নেয়া বোঝাতে যে
verb ব্যবহৃত হয় তাকে causative verb বলে ।
make, get, help, have, let এই verb গুলিই সাধারণত
Causative verb হিসেবে ব্যবহৃত হয় ।
He had the room cleaned.
ঊপরের বাক্যে ‘had’ এই verb টি হল causative
verb . কারন এই বাক্যে room বা ঘর পরিস্কার করার
কাজ টা subject (He) করে নি । বরং অন্য কাওকে
দিয়ে ঘরটি পরিস্কার করানো হয়েছে । আরও বলা
যায় যে subject (He) কোন কাজের লোক কে
দিয়ে room টি পরিস্কার করিয়ে নিয়েছে ।
I have my hair cut.
ঊপরের বাক্যে ‘have’ এই verb টি হল causative
verb. কারন চুল কাটার কাজ টা আমি করিনি, বরং আমি অন্য
কাওকে দিয়ে অর্থাৎ নাপিত কে দিয়ে চুল কাটিয়েছি

He got his car washed.
ঊপরের বাক্যে ‘got’ এই verb টি হল causative
verb. কারন গাড়ি ধোয়ার কাজ টা Subject (He) করেনি
, বরং সে অন্য কাওকে দিয়ে অর্থাৎ ড্রাইভার বা
কাজের লোক কে দিয়ে গাড়ি ধুয়ে নিয়েছেন।
Causative verb সম্পর্কে আরও বিস্তারিত জানার
জন্য আরও কয়েক টা জিনিস জানা দরকার ।
Doer: Sentence এর মধ্যে যে নিজে কাজ করে
তাকে Doer বলে ।
The teacher made the students do the sum.
উপরের বাক্যে the students হল Doer. কারন অংক
করার কাজ কিন্তু Subject (The teacher) করে নি, বরং
ছাত্র ছাত্রীরা করেছে । শিক্ষক ছাত্র
ছাত্রীদের কে দিয়ে অংক করিয়ে নিয়েছেন ।
Receiver: ‘ Receiver’ অর্থ গ্রাহক । Receiver মানে
যে কাজ করে না বরং তার নিজের উপরই verb এর
কাজ আপতিত হয় । আরও বলা যায় যে verb এর কাজ টি
যে নিজেই গ্রহন করে তাকে Receiver বলে ।
He got the chair broken.
উপরের বাক্যে the chair হল Receiver. কারন
চেয়ার ভাঙার কাজ কিন্তু chair করে নি, বরং অন্য
কেও chair টাকে ভেঙেছে । chair অন্য
কারো ভাঙার কাজ টাকে Receive বা গ্রহন করেছে
। তাহলে বলা যায় যে, এই বাক্যে chair হল
Receiver.
Subject+ get (any tense) + Doer + to + verb এর
base form.
He got his servant to wash his cloths.
উপরের বাক্যে his servant হল Doer, কারন সে
নিজেই কাপড় পরিস্কার করেছে ।
Subject+ get (any tense) + Receiver + verb past
participle.
He got the room cleaned .
They always get their car washed when they go
to office.
উপরের বাক্যে the room এবং their car হল
Receiver, কারন তারা নিজেরাই অন্যের দ্বারা পরিস্কার
হয়েছে ।
Subject + make (any tense) +Doer + verb এর
base form.
The Principal made the students attend the
program.
উপরের বাক্যে the students হল Doer, কারন তারা
নিজেরাই Program attend করেছে । শিক্ষক
তাদেরকে Program attend করিয়েছেন ।
Subject + have (any tense) + Doer + verb এর
base form.
I had my mother cook rice.
উপরের বাক্যে my mother হল Doer, কারন মা
নিজেই ভাত রান্না করেছেন ।
Subject + have (any tense) + Receiver + verb এর
past participle.
I had my cloths washed.
উপরের বাক্যে my cloths হল Receiver, কারন তারা
নিজেরাই অন্যের দ্বারা পরিস্কার হয়েছে ।
Subject + let + Doer + verb এর base form.
(You) Let him go home.
উপরের বাক্যে him হল Doer, কারন সে নিজেই
বাড়ি যাবে ।
Subject + let + Receiver + be+ verb এর past
participle.
(You) Let the work be done.
উপরের বাক্যে the work হল Receiver, কারন কাজ
টি অন্য কেও করবে ।
Non-finite verb কে আবার তিন ভাগে ভাগ করা যায়

1.Infinitive
2.Participle
3.Gerund
Gerund
‘Gerund’ হল Verb এর base form এর সাথে ‘ing’
যুক্ত অবস্থা যা noun ও verb এর মত কাজ করে ।
Swimming is a good exercise.
উপরের বাক্যে Swimming হল gerund, কারন এই
শব্দটা verb (swim) থেকে উৎপত্তি লাভ করে তার
সাথে ‘ing’ যুক্ত হয়ে subject পজিশনে বসে
noun এর মত কাজ করেছে ।
I like swimming.
উপরের বাক্যে Swimming হল gerund, কারন এই
শব্দটা verb (swim) থেকে উৎপত্তি লাভ করে তার
সাথে ‘ing’ যুক্ত হয়ে object পজিশনে বসে noun
এর মত কাজ করেছে ।
More exercise.
He is fond of reading.
Seeing is believing.
Playing was his one and only work.
Present participle
Present participle হচ্ছে verb এর present form
( base form) সাথে ing যুক্ত অবস্থা যা verb ও
adjective এর মত কাজ করে ।
I saw the flying bird.
Barking dogs seldom bite.
উপরের sentence এ bird এবং dogs হল noun আর
তাদের আগের শব্দ দুটি, যথাক্রমে flying (fly
+ing), barking (bark+ing) verb সাথে ‘ing’ যুক্ত
হয়ে এরা verb ও adjective মত কাজ করেছে,
তাহলে এই শব্দ দুইটা present participle এর
উদাহরণ।
More Example:
He went to the swimming poll.
A rolling stone gathers no moss.
Do not disturb the sleeping man.
He got down from the running bus.
রহিমা নামের বাড়ন্ত বয়সের সদা হাসন্ত মেয়েটি
ঘুমন্ত শিশুটিকে নিয়ে পড়ন্ত বিকেলে উড়ন্ত পাখি
ফুটন্ত ফুল দেখার জন্য চলন্ত গাড়ী তে করে
রওনা হল ।
ঊপরের sentence টিতে —
বাড়ন্ত বয়স- grow + ing– growing age
হাসন্ত মেয়ে-    Smile + ing –smiling girl
ঘুমন্ত শিশু-     sleep +ing–seeping baby
উড়ন্ত পাখি-    fly + ing—flying bird.
ফুটন্ত ফুল-     bloom + ing—blooming flowers
চলন্ত গাড়ি-     run + ing – running bus.
এগুলির মধ্যে growing, smiling, sleeping, flying,
blooming, running এগুলি সব present participle এর
উদাহরণ । কারন এগুলি সব বিভিন্ন verb যথাক্রমে
grow, smile, sleep, fly, bloom, run থেকে
উৎপত্তি লাভ করে noun এর আগে বসে adjective
এর মত কাজ করেছে
Past participle
Verb এর past participle form যদি কোন noun
কে qualify করে adjective এর মত কাজ করে
তবে তাকে past participle বলে ।
There is a broken table in my room.
এই sentence টাতে broken এই শব্দটা মূলত break
এই verb টির past participle.
break—broke—broken এভাবে পরিবর্তিত হয়ে
সেটা table এই noun টির আগে বসে adjective
এর মত কাজ করেছে, তাই এটা হল past participle
এর উদাহরণ ।
The Police caught the thief with the stolen
money.
We should have a written agreement for business
purpose.