বাংলা ব্যাকরণ (সন্ধি) >
কতিপয় সন্ধির প্রয়োগ (উদাহরণ)
ঊনাশি = ঊন + আশি
অন্বয় = অনু + অয়
অন্বেষণ = অনু + এষণ
ইতস্তত = ইতঃ + তত
ঋতু = ঋ + তু
অতীত = অতি + ইত
ইত্যাদি = ইতি + আদি
ঋগে¦দ = ঋক্ + বেদ
অত্যন্ত = অতি + অন্ত
ইত্যাকার = ইতি + আকার
ঋত্মিক = ঋতু + যজ + ক্বিপ
অন্যান্য = অন্য + অন্য ঈ
ঋণ = ঋষ্ + য
অতএব = অত + এব
ইশ্বর = ঈশ্ + বর
অত্যাধিক = অতি + অধিক
ঈদগাহ = ঈদ্ + গাহ
এই = এ + ই
অভ্যুত্থান = অভি + উত্থান
এবং = ই + বম্
অহংকার = অহম + কার
উক্ত = বচ + ক্ত
একঘা = এক + ঘা
অহরহ = অহঃ + অহঃ
উচ্চ = উৎ + চি + অ
একোন = এক + ঊন
অনেক = অন + এক
উজ্জ্বল = উৎ + জ্বল
একত্রিত = একত্র + ইত
অধীশ্বর = অধি + ঈশ্বর
উচ্ছ্বাস = উৎ + শ্বাস
একান্ত = এক + অন্ত
অদ্যাবধি = অদ্য + অবধি
উচ্ছেদ = উৎ + ছেদ
এদ্দিন = এত + দিন
অনূদিত = অনু + উদিত
উত্থিত = উৎ + স্থিত
একাদশ = এক + দশ
অর্ন্তধান = অন্তঃ + ধান
উদ্যম = উৎ + যম
একচ্ছত্র = এক + ছত্র
অন্বেষা = অনু + এষা
উদ্ধত = উৎ + হত
একাহারী = এক + আহারী
অন্বিত = অনু + ইত
উৎসর্গ = উৎ + সর্গ
অতীব = অতি + ইব
উন্মাদ = উৎ + মদ্ + অ
ঐক্য = এক + য
অত্যুক্তি = অতি + উক্তি
উমেশ = উমা + ঈশ
ঐচ্ছিক = ইচ্ছা + এক
অভীষ্ট = অভী + ইষ্ট
উন্নত = উৎ + নত
ঐতিহ্য = ঐতিহ + য
অত্যাচার = অতি + আচার
উন্নয়ন = উৎ + নয়ন
ঐশ্বর্য = ঈশ্বর + য
অভ্যুদয় = অভি + উদয়
উচ্ছৃঙ্খল = উৎ + শৃঙ্খল
ঐতিহাসিক = ইতিহাস + ইক
অপরাপর = অপর + অপর
উৎঘাটন = উৎ + ঘাটন
ঐহিক = ইহ + ইক
অলংকার = অলম + কার
উপন্যাস = উপ + নি + অস্ + অ
ঐরূপ = ঐ + রূপ
অধস্তন = অধঃ + তন
উন্নতি = উদ্ + নতি
ঐশ্বরিক = ঈশ্বর + ইক
অর্ন্তগত = অন্তঃ + গত
উৎচ্ছন্ন = উৎ + সন্ন
ঐকান্তিক = একান্ত + ইক
অধোগতি = অধঃ + গতি
উৎছিন্ন = উৎ + ছিন্ন
ঐন্দ্রজালিক = ইন্দ্রজাল + ইক
অহর্নিশ = অহঃ + নিশ
উল্লেখ = উৎ + লেখ
অধমর্ণ = অধম + ঋণ
উল্লাস = উৎ + লাস
ওষ্ঠ্য = উষ্ + ঠ
অপেক্ষা = অপ + ঈক্ষা
উত্থান = উৎ + স্থান
ওষধি = ওষ্ + ধ + ই
উদ্ধার = উৎ + হার
আরেক = আর + এক
উদ্যোগ = উৎ + যোগ
ঔষ্ঠ্য = ঔষ্ঠ্য + য
আদ্যন্ত = আদি + অন্ত
উদ্ধৃত = উৎ + হৃত
ঔরস = উরস্ + অ
আন্না = র্আ + না
উন্মেষ = উৎ + মিশ্ + ত
ঔচিত্য = উচিত + য
আদিষ্ট = আ + দিশ্ + ত
উন্মূল = উৎ + মূল
ঔব্য = উর্বী + অ
আচ্ছাদন = আ + ছাদন
উড্ডীন = উৎ + ডীন
ঔদ্ধত্য = উদ্ধত + য
আশাতীত = আশা + অতীত
উন্নীত = উৎ + নীত
ঔৎসুক = উৎসুক + য
আবির্ভাব = আবিঃ + ভাব
উচ্চারণ = উৎ + চারণ
আয়ুষ্কাল = আয়ুঃ + কাল
উত্থাপন = উৎ + স্থাপন
কর্তা = কৃ + তৃচ
আধেক = আধ + এক
উপবাস = উপ + বস্ + অ
কর্ম = কৃ + মন
আকৃষ্ট = আ + কৃষ + ত
উৎকৃষ্ট = উৎ + কৃষ + ত
কৃষ্টি = কৃষ্ + তি
আশ্চর্য = আ + চর্য
কিংবা = কিম + বা
আজকাল = আজ + কাল
ঊহ্য = উহ্ + য
কটুক্তি = কটু + উক্তি
আবিষ্কার = আবিঃ + কার
ঊর্বাস্থি = ঊরু + অস্থি
কথামৃত = কথা + অমৃত
আর্শিবাদ = আশীঃ + বাদ
ঊষর = ঊষ + র
কারাগার = কারা + আগার
আস্পদ = আঃ + পদ
ঊর্ণনাভ = ঊর্ণ + নাভ
কিংবদন্তী = কিম্ + বদন্তী
কিংকরী = কিম্ + করী
কুচ্ছিত = কুৎ + সিত
ঘ্রাণ = ঘ্রা + আন
টাকশাল = টাকা + শাল
কুলটা = কুল + অটা
ঘর্ম = ঘৃ + ম
ঠকবাজ = ঠক + বাজ
কিঞ্চিৎ = কিম্ + চিৎ
ঘর্ষণ = ঘৃষ + অন
টেকসই = টেক + সই
কালের = কার + এর
ঘটক = ঘট্ + অক
ঠুনকা = ঠুন্ + কা
কুশাসন = কু + আসন
ঘটকালি = ঘটক + আলি ড
কুঞ্ঝটিকা = কুৎ + ঝটিকা
ঘোড়দৌড় = ঘোড়া + দৌড়
ডাকাত = ডাক + আইত
কথাচ্ছলে = কথা + ছলে
ডিঙি = ডিঙা + ই
কথোপকথন = কথা + উপকথন
চন্দ্র = চন্দ + র
ডাকঘর = ডাক + র
চয়ন = চি + অনঢ,
খ্যাত = খ্যা + ত
চতুর = চত্ + উর
ঢাকাই = ঢাকা + আই
খেচর = খে + র্চ + অ
চাক্ষুষ = চক্ষুস্ + অ
ঢেঁকিশাল = ঢেঁকি + শাল
ক্ষয় = ক্ষি + অ
চতুর্থ = চর্তু + থ
ণিজন্ত = নিচ্ + অন্ত
ক্ষমা = ক্ষম্ + অ + আ
চতুর্দশ = চতুঃ + দশ
ঢাকেশ্বরী = ঢাকা + ঈশ্বরী
ক্ষান্ত = ক্ষম + ত
চতুষ্পার্শ্ব = চতুঃ + পার্শ্ব
ঢুলী = ঢোল + ই
ক্ষুণœ = ক্ষদ্ + ত
চতুর্ভুজ = চতুঃ + ভুজ
ক্ষতি = ক্ষন + তি
চক্ষুষ্মান = চক্ষুঃ + মান
তন্বী = তনু + ই
ক্ষুর্ধাত = ক্ষুদ + ঋত
চরিত্র = র্চ + ইত্র
তন্মাত্র = তৎ + মাত্র
খনেক = খন + এক
চাতুরি = চর্তু + ই
তস্কর = তৎ + কর
ক্ষুদ্র = ক্ষদ্ + অ
চলোর্মি = চল + ঊর্মি
তদ্ধিত = তৎ + হিত
ক্ষুব্ধ = ক্ষভ্ + ত
চিন্ময় = চিৎ + ময়
তৎপর = তৎ + পর
ক্ষিপ্ত = ক্ষিপ্ + ত
চিরায়ত = চির + আয়ত
তৎকাল = তৎ + কাল
ক্ষত = ক্ষণ্ + ত
চতুষ্পদ = চতুঃ + পদ
তথাপি = তথা + পি
ক্ষুধা = ক্ষুধ + আ
চতুর্মূখ = চতুঃ + মুখ
তদন্ত = তদ্ + অন্ত
ক্ষুৎপিপাসা = ক্ষুধ + পিপাসা
চতুষ্কোণ = চতুঃ + কোণ
তপস্যা = তপস + য + আ
চক্ষুরোগ = চক্ষুঃ + রোগ
তরুচ্ছায়া = তরু + ছায়া
গঙ্গা = গম্ + গ + আ
ততোধিক = ততঃ + ধিক
গতি = গম্ + তি
ছন্ = ছদ্ + ত
তান্ত্রিক = তন্ত্র + ইক
গব্য = গো + য
ছাত্র = ছত্র + অ
তাপস = তাপস্ + অ
গিন্নি = গৃহিণী + ই
ছাত্রাবাস = ছাত্র + আবাস
তারতম্য = তারতম + য
গ্রন্থি = গ্রন্থ + ই
ছত্রছায়া = ছত্র + ছায়া
তিলেক = তিল + এক
গ্রাহ্য = গ্রহ + য
ছোড়দা = ছোট + দাদা
তিরোধান = তিরঃ + ধান
গামছা = গা + মুছ + আ
ছেলেমি = ছেলে + আমি
তৃষ্ণার্ত = তৃষ্ণা + ঋত
গবাদি = গো + আদি
ত্রৈমাসিক = ত্রৈমাস + ইক
গন্তব্য = গম্ + তব্য
জনক = জন + অক
স্থানা = স্থান + আ
গৈরিক = গিরি + ইক
জলৌকা = জল + ওকা
তন্ময় = তৎ + ময়
গোমেদ = গো + মিদ + অ
জগদ্দল = জগৎ + দল
তখনই = তখন + ই
গত্যন্তর = গতি + অন্তর
জীবদ্দশা = জীবৎ + দশা
তদ্রুপ = তৎ + রূপ
গণ্য = গণ্ + ষ
জনৈক = জন + এক
তদ্ভব = তৎ + ভব
গদ্য = গদ্ + য
জগজ্জন = জগৎ + জন
তৎসব = তৎ + সম
গূঢ় = গুহ + ত
জগন্নাথ = জগৎ + নাথ
তথৈব = তথা + এব
গ্রন্থ = গ্রন্থ্ + অ
জগবন্ধু = জগৎ + বন্ধু
তন্মধ্যে = তৎ + মধ্যে
গ্রাম = গ্রম + ম ঝ
তপস্বী = তপস + বিন
গায়ক = গৈ + অক
ঝঙ্কার = ঝম্ + কার
তপোবন = তপঃ + বন
গোষ্পদ = গো + পদ
ঝঞ্ঝা = ঝম্ + ষট্ + আ
তাত্ত্বিক = তত্ত্ব + ইক
গবাক্ষ = গো + অ
ঝনৎকার = ঝনৎ + ঝাট
তারুণ্য = তরুণ + য
গিরিশ = গিরি + ঈশ
ঝঞ্ঝাট = ঝম্ + ঝাট
তাৎপর্য = তৎপর + য
গণেশ = গণ + ঈশ
ঝরনা = র্ঝ + না
তামসিক = তামস্ + ইক
গবেষণা = গো + এষণা
তিরোভাব = তিরঃ + ভাব
তিরস্কার = তিরঃ + কার
নিগ্রহ = নিঃ + গ্রহ + অ
প্রত্যুত্তর = প্রতি + উত্তর
তেজস্কর = তেজঃ + কর
নবীন = নব + ঈন
প্রেক্ষা = প্র + ঈক্ষা
ত্রৈলোক = ত্রিলোক + য
নিতান্ত = নি + তম্ + ত
পবন = পো + অন
নরাধম = নর + অধম
পবিত্র = পো + ইত্র
দিগন্ত = দিগ্ + অন্ত
নমনীয় = নম + অনীয়
প্রত্যেক = প্রতি + এক
দিগি¦জয় = দিক্ + বিজয়
নমস্কার = নমঃ + কার
প্রত্যুষ = প্রতি + উষ
দুগ্ধ = দুহ্ + ত
নিরাকার = নিঃ + আকার
প্রতীত = প্রতি + ইত
দুস্তর = দুঃ + তর
নিরবধি = নির + অবধী
পাঁচেক = পাঁচ + এক
দুর্জন = দুঃ + জন
নবান্ন = নব + অন্ন
পুনশ্চ = পুনঃ + চ
দুশ্চিন্তা = দুঃ + চিন্তা
নর্তক = নৃত + অক
পদ্ধতি = পৎ + হতি
দুর্বোধ = দুঃ + বোধ
নায়ক = নৈ + অক
পুনর্জন্ম = পুনঃ + জন্ম
দুষ্কর = দুষ্ + কর
নাস্তিক = নাস্তি + ইক
পরস্পর = পর + পর
দুর্গতি = র্দু + গতি
নিষ্পাপ = নিঃ + পাপ
পরিচ্ছেদ = পরি + ছেদ
দুরন্ত = র্দু + অন্ত
নিরোগ = নিঃ + রোগ
প্রত্যাখ্যান = প্রতি + আখ্যান
দেবেন্দ্র = দেব + ইন্দ্র
নীরব = নিৎ + রব
পিত্রালয় = পিতৃ + আলয়
দ্যুলোক = দিব্ + লোক
নিশ্চিত = নিঃ + চিত
পরিষ্কার = পরিঃ + কার
দিকভ্রান্ত = দিক + ভ্রান্ত
নিষ্কর = নিঃ + কর
পদস্খলন = পদঃ + স্খলন
দিগি¦দিক = দিক্ + বিদিক্
নিস্তার = নিঃ = তার
প্রাতঃকাল = প্রাতঃ + কাল
দুঃস্থ = দুঃ + স্থ
নির্জন = নিৎ + জন
পরমশ্বের = পরম + ঈশ্বর
দুর্যোগ = দুঃ + যোগ
নির্বাক = নিঃ + বাক
পরমৌষধ = পরম + ঔষধ
দুর্দম = দুঃ + দম
নিগূঢ় = নি + গুহ + ত
পরোপকার = পর + উপকার
দুর্বার = দুঃ + বার
নিবৃত = নিঃ + বৃত
দুর্দিন = দুঃ + দিন
নাটক = নট + অক
ফলন = ফল্ + অন
দুর্নীতি = দুঃ + নীতি
নিপাত = নি + পত্ + অ
ফলাহার = ফল + আহার
দুরবস্থা = দুঃ + অবস্থা
নরোত্তম = নর + উত্তম
ফলন্ত = ফল্ + অন্ত
দুরাত্মা = দুঃ + আত্মা
নিপীড়ন = নি + পীড়ন
ফলোদয় = ফল + উদয়
দেবর্ষি = দেব + ঋষি
নিরাময় = নিরা + ময়
দংশন = দন্ + শন
নিরাপদ = নিঃ + আপদ
বক্তা = বচ্ + তৃ
নিরুদ্বেগ = নিঃ + উদ্বেগ
বন্যা = বন + য + আ
ধন্না = র্ধ + না প
বর্ষা = বৃষ + অ + আ
ধনুষ্টঙ্কর = ধনুঃ + টঙ্কর
প্রৌঢ় = প্র + ঊঢ়
বক্তৃতা = বক্তৃ + তা
ধনেশ = ধন + ঈশ
প্রাপ্তি = প্র + আপ্তি
বর্জন = বৃজ্ + অন
ধনুর্বিদ্যা = ধনুঃ + বিদ্যা
প্রেষণ = প্র + এষণ
বিচ্ছেদ = বি + ছেদ
ধর্তব্য = = ধৃ + তব্য
পরীক্ষা = পরি + ঈক্ষা
বাগীশ = বাক্ + ঈশ
ধ্রিয়মান = ধৃ + মান
প্রত্যহ = প্রতি + অহ
বীরেন্দ্র = বীর + ইন্দ্র
প্রতীক্ষা = প্রতি + ঈক্ষা
বহিষ্কার = বহিঃ + কার
নয়ন = নে + অন
প্রত্যাশা = প্রতি + আশা
বক্ষোপরি = বক্ষ + উপরি
নবোঢ়া = নব + উঢ়া
পাবক + পো + অক
বাঁদরামি = বাঁদও + আমি
নর্তকী = নর্তক + ঈ
পূর্ণেন্দু = পূর্ণ + ইন্দু
বিদ্যুদ্বেগ = বিদুৎ + বেগ
নাবিক = নৌ + ইক
পুনর্বার = পুনঃ + বার
বাগদান = বাক + দান
নিশ্চয় = নিঃ + চয়
পর্যবেক্ষণ = পরি + অবক্ষেপণ
বন্ধু = বন্ধ + উ
নিস্তেজ = নিঃ + তেজ
পুরস্কার = পুরঃ + কার
বৃষ্টি = বৃষ্ + তি
নীরস = নিঃ + রস
প্রতিচ্ছবি = প্রতি + ছবি
ব্যর্থ = বি + অর্থ
নিষ্ঠুর = নিঃ + টুর
প্রত্যুপকার = প্রতি + উপকার
বদ্বীপ = ব + দ্বীপ
নিষ্প্রাণ = নিঃ + প্রাণ
পর্যালোচনা = পরি + আলোচনা
বর্ণনা = বর্ণ + আ
নিন্দুক = নিঃ + উক
পরিচ্ছেদ = পরি + ছদ
বারেক = বার + এক
নিস্তব্ধ = নিঃ + স্তব্ধ
পশ্চাধম = পশু + অধম
বোনাই = বোন + আই
নির্দয় = নিঃ + দয়
পুনরায় = পুনঃ + রায়
বিদ্যালয় = বিদ্যা + আলয়
নিঃস্ব = নিঃ + স্ব
প্রিয়ংবদা = প্রিয়ম্ + বদা
বহিস্কৃত = বহিঃ + কৃত
বাগদত্তা = বাক্ + দত্তা
যথার্থ = যথা + অর্থ
ষড়যন্ত্র = ষট্ + যন্ত্র
বশংবদ = বশং + বদ
যাচ্ছেতাই = যা + ইচ্ছা + তাই
বয়োঃসন্ধি = বয়ঃ + সন্ধি
যদ্দিন = যত + দিন
ষড়ঋতু = ষট্ + ঋতু
বাগাড়ম্বর = বাক্ + আড়ম্বর
যথেচ্ছা = যথা + ইচ্ছা
ষড়ানন = ষট্ + আনন
যথোচিত = যথা + উচিত
ভক্তি = ভজ্ + তি
যাবজ্জীবন = যাবৎ + জীবন
স্বেচ্ছা = স্ব + ইচ্ছা
ভদ্র = ভন্দ + র
স্বচ্ছ = সু + অচ্ছ
ভিক্ষা = ভিক্ষ্ + অ + আ
রূঢ় = রুহ + ত
সংজ্ঞা = সম্ + জ্ঞা
ভাবুক = ভাব + উক
রমেশ = রমা + ঈশ
সিংহ = সিম্ + হ
ভাস্কর = ভাস্ + কর
রবীন্দ্র = রবি + ইন্দ্র
স্বার্থ = সু + অর্থ
ভাগ = ভজ্ + য
রূপসী = রূপ + সী
সংযম = সম্ + যম
ভাত = ভা + ত
রূপালী = রূপা + আলি
সঞ্চয় = সম্ + চয়
ভুক্ত = ভুজ্ + ত
রাজ্ঞী = রাজ + নী
সন্তোষ = সম্ + যম
ভয়ার্ত = ভয় + আর্ত
রাজর্ষি = রাজা + ঋষি
সংশয় = সম্ + শয়
ববন = ভো + অন
রথীন্দ্র = রথি + ইন্দ্র
সংগীত = সম্ + গীত
সম্রাট = সম্ + রাজ
মিথ্যা = মিথ্ + য + আ
সংসার = সম্ + সার
মুখ্য = মুখ + খ
লগ্ন = লগ্ + ত
সন্ন্যাস = সম্ + ন্যাস
মহৎ = মহ + অৎ
লব্ধ = লব্ + ত
সংঘাত = সম্ + ঘাত
মহার্ঘ = মহা + অর্ঘ
লুপ্ত = রুপ্ + ত
সংযোগ = সম্ + যোগ
মনীষা = মনস্ + ঈষা
লবঙ্গ = লো + অঙ্গ
সন্ত্রাস = সম্ + ত্রাস
মতৈক্য = মত + ঐক্য
লেখক = লিখ্ + অক
সংলগ্ন = সম্ + লগ্ন
মার্ত- = মার্ত + অ-
লঘূর্মি = লঘু + ঊর্মি
সৌভাগ্য = সু + ভাগ্য
মহীন্দ্র = মহী + ইন্দ্র
লক্ষ্মী = লক্ষ + ম + ঈ
সজ্জন = সৎ + জন
মনোহর = মনঃ + হর
লয় = লী + অ
সচ্চিন্তা = সৎ + চিন্তা
মনোরম = মনঃ + রম
লবণ = লো + অন
সদৈব = সদা + এব
মহোৎসব = মহা + উৎসব
লোকালয় = লোক + আলয়
সতীন্ত্র = সতী + ইন্দ্র
মহৌষধ = মহা + ঔষধ
লুকোচুরি = লুকো + চুরি
সুধীন্দ্র = সুধী + ইন্দ্র
মরূদ্যান = মরু + উদ্যান
সংরক্ষণ = সম্ + রক্ষণ
মুখচ্ছবি = মুখ + ছবি
শম্ভু = শম্ + ভূ
সংঘটন = সম্ + ঘটন
মিশকালো = মিমি + কালো
শঙ্কা = শম্ + কা
সরোবর = সরঃ + বর
মুক্ত = মুচ্ + ত
শয়ন = শী + অন
সিংহাসন = সিংহ + আসন
মুগ্ধ = মুহ্ + ত
শুভেচ্ছা = শুভ + ইচ্ছা
সর্বংসহা = সর্বং + সহা
মহত্ত্ব = মহৎ + ব
শীতার্ত = শীত + ঋত
সদানন্দ = সদা + আনন্দ
মহর্ষি = মহা + ঋষি
শশাঙ্ক = শশ + অঙ্ক
স্বাধীন = স্ব + অধীন
মিথ্যুক = মিথ্যা + ক
শোকার্ত = শোক + ঋত
স্বৈর = স্ব + ঈর
মৃন্ময় = মৃৎ + ময়
শিরোচ্ছেদ = শিরঃ + উচ্ছেদ
স্বল্প = সু + অল্প
মহেশ = মহা + ঈশ
শরৎচন্দ্র = শরৎ + চন্দ্র
সংখ্যা = সম্ + খা
মন্বন্তর = মনু + অন্তর
শয্যা = শী + য + আ
সিক্ত = সিচ + ত
মনস্তাপ = মনঃ + তাপ
শ্রীশ = শ্রী + ইশ
সংবাদ = সম্ + বাদ
মনোযোগ = মনঃ + যোগ
শ্রবণ = শ্রু + অন
সংলাপ = সম্ + লাপ
মহাশয় = মহা + আশয়
শতেক = শত + এক
সন্তাপ = সম্ + তাপ
মতানৈক্য = মত + অনৈক্য
শাঁখারী = শাঁখা + আরী
সন্ধান = সম্ + ধান
মহৌশ্বর্য = মহা + ঐশ্বর্য
শচীন্দ্র = শচী + ইন্দ্র
সংস্কার = সম্ + কার
মূলোচ্ছেদ = মূল + উচ্ছেদ
শিরোঃপীড়া = শিরঃ + পীড়া
সম্মান = সম্ + মান
মহার্নব = মহা + অর্নব
শুদ্ধোধন = শুদ্ধ + ধন
সম্রাজ্ঞী = সম্ + রাজ + নী
সংহার = সম্ + হার
যতীন্দ্র = যতি + ইন্দ্র
ষষ্ট = ষষ্ + থ
সংসদ = সম্ + সদ
যথেষ্ট = যথা + ইষ্ট
ষোড়শ = সট্ + দশ‘
সংঘর্ষ = সম্ + ঘর্ষ
সংস্কৃত = সম্ + কৃত
সম্বন্ধ = সম্ + বন্ধ
সরোজ = সরঃ + জ
স্বাগত = সু + আগত
সপ্তর্ষি = সপ্ত + ঋষি
সত্যেন্দ্র = সত্য + ইন্দ্র
সতীশ = সতী + ঈশ
সদ্ভাব = সৎ + ভাব
সীমান্ত = সীমন্ + অন্ত
সংবর্ধনা = সম্ + বর্ধনা
সচ্চরিত্র = সৎ + চরিত্র
সূর্যোদয় = সূর্য + উদয়
সংশোধন = সম্ + শোধন
সয়ংবরা = সয়ম্ + বরা
সত্যানন্দ = সত্য + আনন্দ
হিংসা = হিন্ + সা
হিতৈষী = হিত + এষী
হিমালয় = হিম + আলয়
হিতোপদেশ = হিত + উপদেশ
হরিচন্দ্র = হরি + চন্দ্র
হস্তাক্ষর = হস্ত + অক্ষর
হিংসুক = হিংসা + উক
হিমাদ্রি = হিম + অদ্রি
হিতাহিত = হিত + অহিত
হিমাচল = হিম + অচল
হাটবাজার = হাট + বাজার
হৃদয়োগরে = হৃদয় + উপরে
বাংলা ব্যাকরণ (সন্ধি) > কতিপয় সন্ধির প্রয়োগ (উদাহরণ)
25 Monday May 2015
Posted Bangla grammar
in