সাধারণ জ্ঞান
১। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
বৈকাল হ্রদ ।
২। জাতিসঙ্ঘ গঠিত হয়:
লীগ অব ন্যাশন্স ভেঙ্গে ।
.৩। র’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
ভারত ।
৪। ভিওআইপি কী?
ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল।
৫। মানবদেহের কত জোড়া ক্রোমোজম
থাকে?
২৩ জোড়া।
৬। পানির গভীরতা মাপার একক কী? ফ্যাদম।
৭। উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত
হয়?
ফ্যাটি এসিড ও গ্লিসারল।
৮। কাপ্তাই পানিবিদ্যুৎ স্থাপনায় বিদ্যুৎ
উৎপাদনের জন্য—
জলাধারে পানি জমিয়ে রাখা হয় ।
৯। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয়
—
বায়বীয় পদার্থ।
১০। বসরা শহরটি কোথায় অবস্থিত?
ইরাকে ।
১১। পৃথিবীর সবচেয়ে উত্তরের শহর : হ্যামার
ফাষ্ট।(নরুওয়ে)
১২। বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল :
সুয়েজ খাল। (খনন-১৮৬৯, জাতীয়করণ-১৯৫৬
সালে, দৈর্ঘ্য ১৬৪ কি.মি., অবস্থান-মিশর)।
১৩। মিন্দানাও দ্বীপটি অবস্থিত :
ফিলিপাইনে।
১৪। ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় :
মিশর ও ইসরাইলের মধ্যে (১৯৭৮ সালে)।
১৫। বিশ্বের দীর্ঘতম রেলপথ :
ট্রান্স সাইবেরিয়ান।
১৬। পৃথিবীর উচ্চতম র…াজধানী : লাপাজ,
বলিভিয়া।
১৭। পৃথিবীর ফুসফুস বলা হয়— আমাজান কে ।
১৮। গ্রেট হল অবস্থিত :
চীনে।
১৯। নেদারল্যান্ড এর পূর্ব নাম:
হল্যান্ড ।
২০। জাতিসংঘের যে মহাসচিব বিমান
দূর্ঘঠনায় মারা যান :
হ্যামারশোল্ড ।
সাধারণ জ্ঞান
25 Monday May 2015
Posted General knowledge
in