কখন আসামী মুক্তি ,অব্যাহতি এবং খালাস পাবে ?
১) মুক্তি-(Release );
কোন কারনে মামলার কার্যক্রম বন্ধ হলে আসামী
মুক্তি পাবে। ধারা ২৪৯ (CR P C)।নালিশ ব্যাতিত অন্য
কোন উপায়ে রুজু মামলায় মেট্রোপলিটান
ম্যাজিসট্রেট ,প্রথম শ্রেণীর ম্যাজিসট্রেট বা চিফ
মেট্রোপলিতটান ম্যাজিসট্রেট এর পূর্ব অনুমতি
নিয়ে অপর কোন নির্বাহী ম্যাজিসট্রেট
মোকোরদমার যেকোনো পর্যায়ে কারন
লিপিবদ্ধ করে খালাস বা দণ্ডের রায়
ঘোষণা না করে কার্যক্রম বন্ধ করতে পারেন এবং
অতঃপর আসামীকে মুক্তি দিতে পারেন ।
২) অব্যহতি ( Discharged );
ক) মামলার শুরুতে মামলার নথি, পুলিশ রিপোর্ট,
মেডিকেল রিপোর্ট ( যদি থাকে)ও অন্যান্য
কাগজপত্র বিবেচনার পর যদি আসামীর বিরুদ্ধে
আনিত অভিযোগ না থাকে তবে আসামী অব্যহতি
পাবে (আসামীর দাখিল করা কোন কাগজ বিবেচনায়
আসবে না)। ধারা ২৪১ক
খ) পুলিশি মামলায় রাষ্ট্র পক্ষ চার্জ গঠনের পুর্বে
মামলা প্রত্যাহার করিলে আসামী অব্যহতি পাবে। ধারা
৪৯৪
৩) খালাস ( Acquittal );
(১) শুনানিতে আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ
মিথ্যা প্রমানিত হলে আসামী খালাস পাবে। ধারা ২৪৫
(২) নালিশি মামলায় শুনানির তারিখে ফরিয়াদি অনুপস্থিত
থাকলে আসামী খালাস পাবে। ধারা ২৪৭
(৩) নালিশি মামলায় ফরিয়াদি যদি মামলা প্রত্যাহার করে
তবে আসামী খালাস পাবে। ধারা ২৪৮
(৪) মামলার উভয় পক্ষের আপোষমীমাংসায় মিমাংসা
হলে আসামী খালাস পাবে, তবে সর্ত থাকে মামলাটি
মীমাংসাযোগ্য হতে হবে। ধারা ৩৪৫
(৫) পুলিশি মামলায় রাষ্ট্র পক্ষ চার্জ গঠনের পরে
মামলা প্রত্যাহার করলে আসামী খালাস পাবে। ধারা ৪৯৪