একই বিষয়ের উপর দুটি সমান্তরাল মামলা চলতে পারে
কি?
দেওয়ানী আইন অনুসারে দেওয়ানী আদালতে
একই বিষয়ের উপর দুটি মামালা
চলতে পারেনা ।একই বিষয়ে একই পক্ষগনের
মাঝে এখতিয়ার সম্পন্ন একাধিক
আদালতে কোন মামলা চলতে দেয়া ন্যায়নীতি
পরিপন্থী ।কারন একই বিষয়বস্তু
ও বিচার্য বিষয় নিয়ে দুটি সমান্তরাল মামলা চলতে
দেয়ার অর্থ হলো বিচারের
নামে দ্বন্দ্ব সৃষ্টি করা । এই জন্য শেষে দায়ের
করা মামলাটির কার্যক্রম
স্থগিত করা করা হয় ।
দেওয়ানী কার্যবিধির ১০ নং ধারায় মামলা স্থগিত
করনের বিষয়টি বর্ণনা
করা হয়েছে ।শেষে দায়ের করা মামলার বিচার
স্থগিত করে দ্বন্দ্ব সৃষ্টিকারী
রায় প্রদানের সম্ভাবনাকে রহিত করাই ১০ ধারার
উদ্দেশ্য ।
১০ ধারার আরও একটি উদ্দেশ্য হলো মামলার
একাধিক্ষতা বন্ধ করা ।
কোন বিচার প্রার্থীকে একবারের বেশী
বিরোধে জড়িত না করা ।
আর একটি উদ্দেশ্য হলো ন্যায় বিচারের জন্য
একই বিষয়ের উপর
পরস্পর বিরোধী বিচারিক সিদ্ধান্তকে প্রতিহত করা ।
সমান্তরাল মামলা চলতে পারে কি?
24 Monday Aug 2015
Posted LAW
in