রসায়ন বিজ্ঞান
১. প্রসাধনী ও সাবান তৈরীতে ব্যবহৃত হয় – গ্লিসারিণ।
২.বাজারে প্রাপ্ত মদের নাম – ইথাইল এ্যালকোহল।
৩. স্যাকারিন প্রস্তুত হয় – টলুইন থেকে।
৪. ফরমিক এসিডের অম্লিয়গুণের পাশাপাশি – ক্ষারীয় গুণ বিদ্যমান।
৫. কৃত্রিম উপায়ে ফল পাকাতে ব্যবহৃত হয় – নাইট্রোজেন গ্যাস।
৬. চিটাগুড় তৈরী হয় – ইথানল থেকে।
৭. রাবার হলো – হাইড্রোকার্বনের পলিমার।
৮. গ্রিক শব্দ গ্রাফাইট অর্থ – আমি লিখি।
৯. নাইট্রোজেনের পারমানবিক সংখ্যা – ৭।
১০. অ্যাসবেষ্টস হলো – এক ধরনের অগ্নি নিরোধক খনিজ।
১১. পৃথিবীর সবচেয়ে ভারী ধাতু – ওসমিয়াম (প্লাটিনাম জাতীয়)।