সাধারণ জ্ঞান (চা)

1.বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা চাষ শুরু হয়- ১৮৫৭ সালে।

2. মোট চা বাগান- ১৬৬টি।

3. বাংলাদেশে বানিজ্যিকভাবে প্রথম কখন চা চাষ করা হয়-১৯৫৪ সালে।

4.প্রথম চা বাগান- সিলেটের মালনিছড়ায়।

5.চা জাদুঘর- শ্রীমঙ্গলে।

6. চা বোর্ড- চট্টগ্রাম।

7. চা উৎপাদনে বাংলাদেশের
অবস্থান-১১তম।

8. চা উৎপাদনে শীর্ষদেশ- ভারত।

9.চা রপ্তানিতে শীর্ষদেশ- কেনিয়া।

10.অর্গানিক চা বাগান তৈরি করা হয়েছে- পঞ্চগড়ে।

11.অর্গানিক চায়ের নাম- মীনা চা।

12.সবচেয়ে বেশি চা জন্মে-
মৌলভীবাজারে।

13.চা গবেষণা কেন্দ্র- শ্রীমঙ্গলে।