গুরুত্বপূর্ন কিছু দেশের
পার্লামেন্টের নাম
১. বাংলাদেশ= জাতীয় সংসদ
২. পাকিস্তান= মজলিস-ই-শূরা
৩. অস্ট্রেলিয়া= পার্লামেন্ট অব দ্য
কমনওয়েলথ
৪. জার্মানী= রিকসটেগ
৫. ইরান= মজলিস
৬. স্পেন= জেনারেল কোর্টস
৭. ইতালি= পার্লামেন্টো
ইতালিয়ানো
৮. চীন= ন্যাশনাল পিপলস কংগ্রেস
৯. জাপান= ডায়েট
১০. আয়ারল্যান্ড= হাউজ অব দ্য
ওরিয়াখটাস
১১. ইসরাইল= নেসেট
১২. নেপাল= কনস্টিটিউয়েন্ট
এসেম্বলি
১৩. ইন্দোনেশিয়া= পিপলস
কনসালটেটিভ এসেম্বলি
১৪. তাইওয়ান= উয়ান
১৫. মঙ্গোলিয়া= স্টেট গ্রেট খুরাল
১৬. আলবেনিয়া= কুভেনদি।
১৭. মায়ানমার= পিদাংসু হুততাও।