1.”The Spirit Of Islam” গ্রন্থের রচয়ীতা কে?
-সৈয়দ আমীর আলী।
2.উত্তাপের ফলে চর্বি ভেঙ্গে কিসে
পরিনত হয়?
-ফ্যাটি এসিড ও গ্লিসারল।
3. VoIP কি?
-Voice Over Internet Protocol.
4.হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল?
-গেষ্টাপো।
5.রেড ইন্ডিয়ান বলা হয় কাদের কে?
-উত্তর আমেরিকার আদিম
অধিবাসীদেরকে।
6.”Lady with the lamp” হিসেবে কাকে অভিহিত করা হয়?
-ফ্লোরেন্স নাইটিংগেলকে।
7.” আলোকিত মানুষ চাই” এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান?
-বিশ্ব সাহিত্য কেন্দ্রের।
8.মানুষের গায়ের রং নির্ভর করে কোন উপাদানের উপর?
-মেলানিন।
9.পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী
কোনটি?
-হাইড্রোজেন সালফাইড।
10.নেলসন মেন্ডেলার উপর নির্মিত সিনেমার নাম কি?
– দি হিউম্যান ফ্যাক্টর( The Human Factor)
general knowledge 281
04 Friday Sep 2015
Posted General knowledge
in