শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো
যাবেনা
শিশু
আইন ,২০১৩ এর ৪ ধারা অনুসারে
বিদ্যমান অন্য কোন আইনে যাই থাকুক
না কেন ১৮ বছরের নিচে সকল ব্যক্তি
শিশু হিসাবে গণ্য হয় ।উক্ত আইনের ৪৪ (১)
ধারা অনুসারে ৯ বছরের নিচের কোন
শিশুকে কোন অবস্থাতেই গ্রেপ্তার
করা বা
ক্ষেত্র মতে , আটক রাখা যাবেনা ।
আইনের ৪৪ (৩) ধারা অনুসারে কোন
শিশুকে
গ্রেপ্তার করা হলে তাকে কোন
অবস্থাতেই হাতকড়া বা কোমরে রশি
বা দড়ি লাগানো
যাবেনা । শিশুকে হাতকড়া পরানো
বা কোমরে রশি বা দড়ি লাগানো
বেআইনি ।
শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা
08 Tuesday Sep 2015
Posted LAW
in