০১) পৃথিবীর ক্ষদ্রতম মহাদেশ কোনটি?
উত্তরঃ ওশেনিয়া।
০২) ইউরোপ থেকে ভারতবর্ষে আসার পথ
আবিস্কৃত হয় কত সালে?
উত্তরঃ ১৪৮৭ সালে।
০৩) পৃথিবীর বৃহত্তম হৃদ কোনটি?
উত্তরঃ কাস্পিয়ান সাগর।
০৪) মধ্যে এশিয়ার সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র কোনটি?
উত্তরঃ কাজাকিস্তান (বিশ্বে নবম)
০৫) পৃথিবীর কোন দুটো দেশ দুটি মহাদেশে
অবস্থিত।
উত্তরঃ তুরস্ক ও রাশিয়া।
০৬) ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশ
কে?
উত্তরঃ বেলজিয়ামকে ও প্রবেশদ্বার বলা হয়
ভিয়েতনামকে।
০৭)ইউরোপের বৃহত্তম সাগর কোনটি?
উত্তরঃ ভূমধ্যসাগর।
০৮) সুরিনামের পূর্ব নাম কি?
উত্তরঃ ডাচ গায়ানা।
০৯) যুক্তরাষ্ট পানামা খালের মালিকানা পানামাকে
হস্তান্তর করে কত সালে?
উত্তরঃ ১৯৯৯ সালের ৩১ ডিসেম্ভর মাসে।
১০) পানামার বিমান সংস্থার নাম কি?
উত্তরঃ কোপা।
১১) প্রথম লিখিত পদ্ধতি আবিস্কৃত হয় কোন
দেশে?
উত্তরঃ মিশরে।
১২) রোমানের প্রধান দেবতার নাম কি?
উত্তরঃ জুপিটার।
১৩) আরবদেশ ও ইসরাইলের মধ্যে সর্বশেষ
যুদ্ধ হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৩ সালে।
১৪) আন্তর্জাতিক আদালতের প্রথম মহিলা বিচারপতির
নাম কি?
উত্তরঃ রোজালিন হিগিন্স(ব্রিটেন)
১৫) মুসলিম বিশ্বে রেডক্রসের পরিবর্তিত নাম কি?
উত্তরঃ রেড ক্রিসেন্ট।
general knowledge 290
14 Monday Sep 2015
Posted General knowledge
in