প্রশ্ন : ইবোলা কি ?
উত্তর : একটি প্রতিষেধক বিহীন ভাইরাস জ্বর
প্রশ্ন : শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কোনটি?
উত্তরঃ ব্যাঙ্গ।
প্রশ্ন : পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর : ২৩ জুন, ১৭৫৭।
প্রশ্ন : মানব দেহে হারের সংখ্যা কত ?
উত্তর : ২০৬টি।
প্রশ্ন : ইবোলা ভাইরাস নামটি কোথায় থেকে
এসেছে ?
উত্তর : ইবোলা নদী থেকে
প্রশ্ন : পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষে
কত সালে আসেন?
উত্তর : ১৪৯৮ সালে।
প্রশ্ন : প্রাচ্যের ড্যান্ডি বলা হয় কাকে?
উত্তর : নারায়ণগঞ্জ ।
প্রশ্ন : বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা
হয় কোন সালে?
উত্তর : ১৭৯৩ সালে।
প্রশ্ন : ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ
কত সালে ঘটে?
উত্তর : বাংলা ১১৭৬ সনে (ইংরেজি ১৭৭০)।
প্রশ্ন : উপমহাদেশের সর্বশেষ গভর্নর
জেনারেল কে ছিলেন?
উত্তর : লর্ড মাউন্ট ব্যাটেন।
প্রশ্ন : বাংলাকে বিভক্ত করেন কে?
উত্তর : লর্ড কার্জন