পুলিশ কোন আইনের বলে অস্ত্র ব্যবহার করে ?
পুলিশ পি আর বি 153 বিধি মোতাবেক
অস্ত্র ব্যবহার করতে পারেন। আসামি
যদি যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয়
অথবা মৃত্যু দণ্ডনীয় অপরাধ করেছে এমন
আসামীকে গ্রেফতার করতে পুলিশ
অস্ত্র ব্যবহার করতে পারেন ফৌ:কা: 46
(3) ধারা পি আর বি 153 বিধি।
বে-আইনি সমাবেশ ও দাঙ্গা-
হাঙ্গামা ছত্রভঙ্গ করার জন্য পুলিশ অস্ত্র
ব্যবহার করতে পারেন দ:বি:আইনের
100/103 ধারা
পি আর বি 153 (3)
আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ
করার জন্য পুলিশ অস্ত্র ব্যবহার করতে
পারেন
99 ধারার নিয়ন্ত্রণ সাপেক্ষে
দ:বি:আইনের 96,97,98,100,103,106 ধারার
পুলিশ অস্ত্র ব্যবহার করতে পারেন।