image

ইঙ্গিতবাহী প্রশ্ন(Leading Question):
লিডিং কোশ্চেন হলো এমন একটি প্রশ্ন যে
প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে থাকে ।
ডিফেন্স লয়ারকে লিডিং কোশ্চেন করায়
পারদর্শী হতে হয় । কেননা এর মধ্যদিয়েই
জেরার সময় খুব কৌশলে সাক্ষ্যীর মুখ থেকে
আসল ঘটনাটি প্রকাশ পেয়ে যায়, আর
মামলাও অন্যদিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা
থাকে । জেরার এই প্রক্রিয়াটি অনেকে
নেতিবাচকভাবে দেখলেও আসল ঘটনা
উদঘাটনে একটি প্রতিষ্ঠিত কৌশল হিসাবে
এটি আইন আদালতে বিবেচিত হয় ।
সাক্ষ্য আইন, ১৮৭২ এর ১৪১ ধারা অনুসারে ,
প্রশ্নকারী প্রশ্নের যে উত্তর আশা করেন বা
ইচ্ছা করেন প্রশ্নের মধ্যেই যদি তার যথাযথ
উত্তরসূচক ইঙ্গিত দেওয়া থাকে তখন উক্ত
প্রশ্নকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলা হয় ।
সাধারণত জেরা ও পুনঃ জেরার সময়
ডিফেন্স লয়ার ইঙ্গিতবাহী প্রশ্ন করে
থাকেন । তাছাড়া বিপক্ষের আপত্তি না
থাকলে, ভূমিকামূলক বিষয় হলে, তর্কিত
ঘটনার অতর্কিত অংশ হলে, সাক্ষী যার
পক্ষে সাক্ষী দিতে এসেছে তার বিপক্ষে
সাক্ষ্য দেওয়া শুরু করলে জবানবন্দী ও জেরা
(Examination in chief & Cross examination)
উভয়সময়ই আদালতের অনুমতি সাপেক্ষে
লিডিং কোশ্চেন করা যায় ।