দণ্ডবিধির মুল্যবান কিছু ধারাঃ
ধারাঃ ৪৬৭।
মূল্যবান জামানত উইল ইত্যাদি
জালকরণঃ যদি কোন ব্যক্তি মূল্যবান
জামানত বা উইল বা দত্তকপুত্র গ্রহণের
অনুমতিপত্র বলে গণ্য দলিল কিংবা
মূল্যবান জামানত সম্পাদন বা হস্তান্তর
করার জন্য অথবা মূলধন বা উহার উপকার
সুদ বা লভ্যাংশ গ্রহণ করার অথবা কোন
অর্থ, অস্থাবর সম্পত্তি বা মূল্যবান
জামানত গ্রহণ বা হস্তান্তর করার জন্য
কোন ব্যক্তির প্রতি অনুমতিপত্র বলে গণ্য
দলিল কিংবা অর্থ পরিশোধের
পূর্ণপ্রাপ্তি রসিদ বা স্বীকৃতি রসিদ
অথবা অস্থাবর সম্পত্তি বা মূল্যবান
জামানতের পূর্ণপ্রাপ্তি রসিদ বা
হস্তান্তর রসিদ বলে গণ্য দলিল জাল
করে, সে ব্যক্তি যাবজ্জীবন
কারাদণ্ডে বা যেকোন মেয়াদের
কারাদণ্ডে দণ্ডিত হতে পারে, যার
মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে,
দণ্ডিত হবে এবং তদুপরি অর্থ দণ্ডেও
দণ্ডনীয় হবে।
ধারাঃ ৪৬৮।
প্রতারণা করার উদ্দেশ্যে
জালিয়াতিঃ যদি কোন ব্যক্তি এ
অভিপ্রায়ে কোন দলিল জাল করে যে,
জালকৃত দলিল প্রতারণা করার জন্য ব্যবহৃত
হবে, সে ব্যক্তি যেকোন বর্ণনার
কারাদণ্ডে, যার মেয়াদ সাত বৎসর
পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে এবং
তদুপরি অর্থ দণ্ডেও দণ্ডনীয় হবে।
ধারাঃ ৪৭১।
কোন জাল দলিলকে খাঁটি হিসাবে
ব্যবহারকরণঃ যে ব্যক্তি কোন দলিল
জাল বলে জেনেও বা উহা জাল বলে
তার বিশ্বাস করার কারণ থাকা
সত্ত্বেও প্রতারণামূলক ভাবে বা
অসাধুভাবে উহাকে খাঁটি দলিল
হিসেবে ব্যবহার করে, সে ব্যক্তি অনুরূপ
দলিল জাল করলে যে প্রকারে দণ্ডিত
হত সে একই প্রকারে দণ্ডিত হবে।
দণ্ডবিধির মুল্যবান কিছু ধারা
05 Monday Oct 2015
Posted LAW
in