স্বীকৃতি ও অপরাধ স্বীকার কি?
স্বীকৃতিঃ
১৮৭২ সালের সাক্ষ্য আইনের ১৭ ধারায়
স্বীকৃতি বা স্বীকার এর সংজ্ঞা প্রদান
করা হয়েছে। “স্বীকার” হচ্ছে মৌখিক বা
লিখিত বিবৃতি,যা বিচার্য বিষয় বা
প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোন অনুমান সূচনা
করে এবং যা ১৮ ধারায় উল্লিখিত
ব্যক্তিগণের মধ্যে উক্ত ধারায় বর্ণিত
পরিস্থিতিতে করে থাকে। সাক্ষ্য আইনের
১৮ ধারায় নিম্নলিখিত ব্যক্তিগণ স্বীকৃতি
দিতে পারেঃ
১) কোন মামলার যে কোন পক্ষ,
২) কোন পক্ষের যে কোন প্রতিনিধি,
৩) মামলার বিষয়বস্তুতে যার মালিকানাগত
বা আর্থিক কোন স্বার্থ আছে।
৪) মামলার পক্ষগণ যে সমস্ত ব্যক্তিবর্গের
নিকট থেকে মামলার বিষয়বস্তুতে স্বার্থ
লাভ করেছে, তাদের বিবৃতি।
স্বীকারোক্তি বা অপরাধ স্বীকারঃ
অপরাধ স্বীকার তথা দোষ স্বীকার শব্দটি
কেবলমাত্র ফৌজদারি মামলায় প্রযোজ্য ।
সাক্ষ্য আইনে অপরাধ স্বীকারের কোন
সংজ্ঞা নেই। তবে অপরাধ স্বীকার বলতে
কোন অপরাধে অভিযুক্ত ব্যক্তির দ্বারা
সুস্পষ্টভাবে দোষ স্বীকার করাকে বুঝায়।
১৮৭২ সালের সাক্ষ্য আইনের ২৪-৩০ ধারায়
স্বীকারোক্তির বিধি বিধান সম্পর্কে
আলোচনা করা হয়েছে। উদাহরণস্বরূপ,
সৌরভকে হত্যার জন্য রাজুকে অভিযুক্ত করা
হল। রাজু যদি ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকার
করে যে, সে সৌরভকে হত্যা করেছে তাহলে
কামালের এরূপ বিবৃতি অপরাধ স্বীকার বলে
গণ্য হবে।
স্বীকৃতি ও অপরাধ স্বীকার কি?
05 Monday Oct 2015
Posted LAW
in