image

যেসব ব্যক্তি খ্রিস্টান, ইহুদি, হিন্দু, মুসলিম, পার্সি, বৌদ্ধ,
শিখ বা জৈন ধর্ম গ্রহণ করেননি তাদের বিয়ের নিয়মঃ
বিশেষ বিবাহ আইনের অধীন বিয়ে করতে চাইলে
পাত্র ও পাত্রীকে একজন আইনজীবীর
শরণাপন্ন হতে হবে ৷ আইনজীবীর
তত্ত্বাবধানে প্রস্তুতকৃত হলফনামায় পাত্র-পাত্রী
স্বাক্ষর দানের পর ওই হলফনামা নোটারি পাবলিক
কর্তৃক নোটরাইজড করতে হবে ৷
হলফনামায় অবশ্যই ‘বিশেষ বিবাহ আইনের অধীন
বিয়ে’ শব্দগুচ্ছ লিখতে হবে ৷ অতঃপর সরকার
অনুমোদিত বিশেষ বিবাহ রেজিস্ট্রারের কাছে
নির্ধারিত ফরম পূরণপূর্বক ৩ জন সাক্ষীর
উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়

উল্লেখ্য, বিশেষ বিবাহ আইনে বিয়ের ক্ষেত্রে
যৌতুক প্রথা এবং আমন্ত্রিত অতিথিদের খাওয়া-দাওয়ার
বাহুল্যতা নেই ৷ বিশেষ বিবাহ আইন : ১৮৭২ সালের
বিশেষ বিবাহ আইনানুসারে যেসব ব্যক্তি খ্রিস্টান,
ইহুদি, হিন্দু, মুসলিম, পার্সি, বৌদ্ধ, শিখ বা জৈন ধর্ম গ্রহণ
করেননি, তাদের জন্য বিয়ের একটি ধরন নির্ধারণ
করা এবং যেসব বিয়ের বৈধতা সম্পর্কে সন্দেহের
অবকাশ রয়েছে, সেসব সুনির্দিষ্ট বিয়ের বৈধতা
প্রদান করা সমীচীন ৷