এক নজরে বিশ্ব পরিচিতি
* পৃথিবীর বয়স :৪৬০ কোটি বছর (৪.৬ বিলিয়ন বছর)।
* পৃথিবীর আয়তন : ৫১ কোটি ৬৬হাজার বর্গ কি.মি.।
* স্থলভাগের আয়তন : ১৪ কোটি ৮৬ লাখ ১৯ হাজার বর্গ কি.মি. ( মোট আয়তনের ২৯.১%)।
* জলভাগের আয়তন : ৩৬ কোটি ১৪ লাখ ১৯ হাজার বর্গ কি.মি. ( মোট আয়তনের ৭০.৯%)।
* সমুদ্র এলাকার আয়তন : ৩৩ কোটি ৫২ লাখ ৫৮ হাজার বর্গ কি.মি.।
* উপকুলীয় রেখার আয়তন : ৩ লাখ ৫৬ হাজার বর্গ কি.মি.।
* সর্বোচ্চ বিন্দু : মাউন্ট এভারেস্ট, উচ্চতা ৮৮৫০ মিটার।
* সর্বনিম্ন বিন্দু : বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ, যা সমুদ্র সমতল থেকে ২৫৫৫ মিটার গভীর। সমুদ্র এলাকার সর্বনিম্ন বিন্দু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যা ১০৯২৪ মিটার বা ৩৫৮৪০ ফুট গভীর।
* স্থলসীমা : ২ লাখ ৫ হাজার ৪৭২কি.মি.।
* সর্বাধিক সীমান্তবেষ্টিত দেশ : দুটি; চীন ও রাশিয়া ( উভয়দেশ ১৪ টি দেশ কর্তৃক সীমান্তবেষ্টিত )।
* পানির প্রকারভেদ : দুই প্রকার ( ৯৭% লবনাক্ত, ৩% সুপেয় )।
* পরিধী : নিরক্ষরেখা বরাবর ৪০০৬৬ কিমি, মেরূরেখা বরাবর ৩৯৯৯২ কিমি।
* ব্যাস : নিরক্ষরেখা বরাবর ১২৭৫৩ কিমি, মেরূরেখা বরাবর ১২৭১০কিমি।
* ব্যাসার্ধ : নিরক্ষরেখা থেকে ৬৩৭৬ কিমি, মেরুরেখা তেকে ৬৩৫৫ কিমি।
* সূর্যের চারিদিকে ঘুরে আসতে সময় লাগে : ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
* নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে : ২৩ ঘন্টা ৫৬ মিনিট।
* অবর্তনের গতিবেগ : ৬৬৭৭০ মাইল/ঘন্টা বা ১০৭৩২০ কিমি/ঘন্টা।
* সূর্য থেকে দুরত্ব : ১৪ কোটি ৯৫ লৰ কিমি (প্রায়)।
* পৃথিবীর একমাত্র উপগ্রহ : চাঁদ।
* উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন : ২১ জুন।
* দৰিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন : ২২ ডিসেম্বর।
* সর্বত্র দিবারাত্রি সমান : ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
* গঠন : লোহা ৩৫%, অক্সিজেন ২৮%, ম্যাগনেসিয়াম ১৭%, সিলিকন ১৩%, সালফার ২.৭%, নিকেল ২.৭%, ক্যালসিয়াম ১.২%, ও অ্যালুমিনিয়াম ০.৪%।
* মহাসাগর : ৫ টি; প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ বা অ্যান্টার্কটিকা মহাসাগর ও উত্তর বা আর্কটিক মহাসাগর।
* গভীরতম মহাসাগর : প্রশান্ত মহাসাগর।
* মহাসগরের সর্বোচ্চ গভীর খাত : প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ।
* গভীরতম সাগর : ক্যারিবিয়ান সাগর, যার গভীরতা ২২৭৮৮ ফুট বা ৬৯৪৬ মিটার।
* বৃহত্তম সাগর : দক্ষিণ চীন সাগর (আয়তন ২৯৭৪৬০০ বর্গকিমি)।
* দীর্ঘতম নদী : নীলনদ, আফ্রিকা; দৈর্ঘ্য ৬৮২৫ কিমি।
* উচ্চতম দ্বীপ : নিউগিনি (সমুদ্র সমতল থেকে যার উচ্চতা ৫০৩০ মিটার বা ১৬৫০০ ফুট)।
* বৃহত্তর হ্রদ দ্বীপ : ম্যানিটুলিন,(হিউরন হ্রদ, অন্টারিও; আয়তন ১০৬৮ বর্গমাইর বা ২৭৬৬ বর্গকিমি)।
* বৃহত্তর হ্রদ : কাম্পিয়ান, অবস্থান এশিয়া-ইউরোপ; আয়তন ৩৭১০০০ বগ কি.মি.।
* গভীরতম হ্রদ : বৈকাল হ্রদ, রূশ ফেডারেশন; গভীরতা ৫৩১৫ ফুট বা ১৬২০ মিটার।
* মহাদেশ : ৭ টি; এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দৰিণ আমেরিকা, আফ্রিকা, ওশেনিয়া ও অ্যান্টার্কটিকা।
* অয়তনে বৃহত্তম মহাদেশ : এশিয়া ; ৪ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার বর্গ কি.মি.।
* লোক সংখ্যায় বৃহত্তম মহাদেশ : এশিয়া ; ৪১৬ কোটি ৬৮ লাখ (২০১০ এর পরিসংখ্যান অনুযায়ী)।
* জনশূন্য মহাদেশ : অ্যান্টার্কটিকা।
* স্বাধীন দেশ : ১৯৫ টি।
* জাতিসংঘভূক্ত দেশ : ১৯২ টি।
* এলডিসিভূক্ত দেশ : ৪৮ টি।
* সর্বশেষ স্বাধীন দেশ : দক্ষিন সুদান; স্বাধীনতা লাভ করে ৯ জুলাই ২০১১।
* সর্বোচ্চ সংখ্যক স্বাধীন দেশ রয়েছে : আফ্রিকা মহাদেশে ;(৫৩) টি