বিভিন্ন দেশের উৎপাদিত জ্বালানি ও খনিজ দ্রব্য
জ্বালানি
১. প্রাকৃতিক গ্যাস। উৎপাদিত দেশসমূহঃ রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, বাংলাদেশ।
২. কয়লা। উৎপাদিত দেশসমূহঃ চীন, যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিযন, পোল্যান্ড, ভারত, গ্যাবন।
৩. অপরিশোধিত তেল। উৎপাদিত দেশসমূহঃ সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মেক্সিকো, চীন।
৪. পেট্রোলিয়াম (পরিশোধিত)। উৎপাদিত দেশসমূহঃ যুক্তরাষ্ট্র, রাশিযা, জাপান, পশ্চিম জার্মানি, যুক্তরাজ্য।
খনিজ দ্রব্য
১. লৌহ। উৎপাদিত দেশসমূহঃ রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, ব্রাজিল।
২. ম্যাঙ্গানিজ। উৎপাদিত দেশসমূহঃ রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, চীন, ভারত, গ্যাবন।
৩. বক্সইট। উৎপাদিত দেশসমূহঃ জ্যামাইকা, রাশিয়া, সুরিনাম, গায়ানা, ফ্রান্স।
৪. এ্যালুমনিয়াম। উৎপাদিত দেশসমূহঃ যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, নরওয়ে।
৫. কপার। উৎপাদিত দেশসমূহঃ যুক্তরাষ্ট্র, চিলি, জাম্বিযা, রাশিযা, কানাডা, জাপান, অষ্ট্রেলিয়া।
৬. টিন। উৎপাদিত দেশসমূহঃ মালয়েশিয়া, চীন, বলেভিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড।
৭. মাইকা। উৎপাদিত দেশসমূহঃ ভারত, নরওয়ে, দক্ষিণ অফ্রিকা, ব্রাজিল।
৮. রৌপ্য। উৎপাদিত দেশসমূহঃ মেক্সিকো, যুক্তরাষ্ট্র, পেরূ, কানাডা, জার্মানি।
৯. স্বর্ণ। উৎপাদিত দেশসমূহঃ দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, ঘানা, ভারত।
১০. নিকেল। উৎপাদিত দেশসমূহঃ রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা।
১১. জিংক। উৎপাদিত দেশসমূহঃ যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, কানাডা, অষ্ট্রেলিয়া, পেরূ।
১২. সীসা। উৎপাদিত দেশসমূহঃ যুক্তরাষ্ট্র, রাশিয়া, অষ্ট্রেলিয়া, কানাডা, মেক্সিকো।
১৩. প্লাটিনাম। উৎপাদিত দেশসমূহঃ রাশিয়া, কানাডা, দক্ষিণ অফ্রিকা, যুক্তরাষ্ট্র।
১৪. হীরক। উৎপাদিত দেশসমূহঃ দক্ষিণ অফ্রিকা, জায়ার, বতসোয়ানা, রাশিয়া, নামিবিয়া।
১৫. ফসফেট। উৎপাদিত দেশসমূহঃ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন।
১৬. সালফার। উৎপাদিত দেশসমূহঃ ইতালি, জাপান।
১৭. ট্যাংস্টেন। উৎপাদিত দেশসমূহঃ চীন, রাশিয়া, কানাডা।
১৮. ইউরেনিযাম। উৎপাদিত দেশসমূহঃ কানাডা, রাশিয়া, দক্ষিণ অফ্রিকা, চীন, যুক্তরাষ্ট্র