বিভিন্ন প্রযুক্তি পণ্য
ভূ-স্থির উপগ্রহঃ
ভু-পৃষ্ট হতে ২২৩০০ মাইল উচ্চতায় স্থাপিত একটি উপগ্রহ। এটি নিজ অক্ষের ওপর পৃথিবীর আবর্তনের সমান গতি সম্পন্ন কালে এটিকে পৃথিবীর তুলনায় স্থির মনে হয়। ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের ওপর ১টি করে মোট তিনটি ভূ-স্থির উপগ্রহ স্থাপিত আছে।
টেলেক্স কি?
এক প্রকারের বিশেষ টেলিফোন ব্যবস্থা যাতে বর্তা টাইপ হয়ে বের হয়। এ যন্ত্রে বার্তার কথাগুলো টেলিপ্রিন্টোরের সাহায্যে টাইপ হয়।
ফ্যাক্স কি?
দুরে সংবাদ বা বার্তা পাঠানোর সংগে দৃশ্য বা ছবি পাঠানোর যন্ত্র। মূলত ফ্যক্স হল বর্তমান যুগের এক ধরনের যোগাযোগ প্রযুক্তি।
ভিডিও ফোন কি?
টেলিফোনের বার্তা পেরক ও গ্রাহক উভয়ে কথা বলা ও শুনার সময় একে অপরকে দেখতে পারে এ রকম একটি অত্যাধুনিক যন্ত্র।
ডিশ্ এ্যান্টেনা কি?
উপগ্রহের মাধ্যমে প্রেরিত শব্দ ও ছবি গ্রহণ করে টেলিভিশনের গ্রাহক যন্ত্রে প্রেরনকারী উচ্চ শক্তিসম্পন্ন মাধ্যম। আকৃতি ডিশের মত বলে এ ধরনের নাম করণ। ফ্র্যাষ্কিন্ কি?
এটি একটি ষ্ট্যাম্প যন্ত্র। এর ব্যবহারের ফলে আলাদা টিকেট লাগাতে হয় না।
রাডার কি?
রাডার হচ্ছে এক প্রকার যন্ত্র যা বেতার তরঙ্গের সাহায্যে বিমানের দুরত্ব বা অবস্থান নির্ণয় করতে পারে।
হাইড্রোফয়েল কি?
হাইড্রোফয়েল পানির মধ্যে চলাচলকারী যানের নিচে স্থাপিত একটি মাছের ডানার মত পাতা।
সুপারসনিক পেৱনঃ
শব্দের চেয়ে দ্র্বত গতিসম্পন্ন বিমান। কনকর্ড এর উদাহরণ