কোন ব্যক্তির বিরুদ্ধে কোন লিখিত দলিল
বাতিল বা বাতিল যোগ্য হলে এবং তার
যুক্তিসংগত আশংকা আছে যে উক্ত দলিল
বাতিল না করলে তার মারাত্বক
ক্ষতি হওয়ার সম্ভবনা আছে।তাহলে ওই
ব্যক্তি দলিল বাতিল বা দলিল রদের
মামলা করতে পারে
বাতিল::যদি দলিল রেজিস্ট্রেশন হয়
তাহলে দলিল বাতিলের মামলা করতে হয়।
বাতিল যোগ্য: রেজিস্ট্রেশন নাহলে বাতিল
যোগ্যর মামলা করতে হবে।
দলিল বাতিলযোগ্য হলে ৪২ ধারায়
ঘোষনা মুলক মামলা করতে হয় আর,
বাতিল হলে ৩৯ ধারায় মামলা করতে হয় ।