ফ্রিজের সিএফটি-র মাপের ক্ষেত্রে সব শো রুমেই বিক্রয়কর্মীরা কম-বেশী মিথ্যা কথা বলে।
এরা সাধারনত আসল মাপ থেকে ২/৩ সিএফটি বাড়ায়ে বলে ।
সিএফটি-র হিসাব হবে নীচের মত —
২৮ দশমিক ৩ লিটারে এক সিএফটি ।
বাজারে ২৩০ লিটার ক্যাপাসিটির একটি ফ্রিজ এরা ১০
সিএফটি বলে চালায় , যেটা কিনা আসলে ৮ দশমিক ৩
সিএফটি ।
আর এগুলো সবাই বলে মুখে মুখে , কোথাও
লিখিত আকারে পাবেন না ।
আর এদের মধ্যে ওয়ালটন হল বস ।
ওয়ালটন ফ্রিজের গায়ে ওদের কারখানা থেকেই পারমান্যান্ট স্টিকারে ভুল সিএফটি লিখে দেয় ( আসল থেকে ২/৩ সিএফটি বাড়ায়ে )
এই কাজ আর কেউ করে না , সবাই মুখে মুখে বলে ।
আপনারা যারা ফ্রিজ কিনবেন বলে ভাবছেন তারা শো- রুমে গিয়ে নিজেই দেখে নিবেন সেটা কত লিটারের ( ফ্রিজের ভেতরে ম্যানুফেকচারারের
লাগান স্টিকার পাবেন ) , এটা কখনও ভুল লেখা থাকে
না , তারপর ২৮ দশমিক ৩২ দিয়ে ভাগ করে সিএফটি বের করে নিবেন ।
বিক্রয়কর্মীরা বলতে পারে আমাদের দেশে
সবাই সিএফটি হিসাবে কেনে , লিটারে না ।
কথা সত্য , কিন্তু বাংলাদেশে যেমন তিন ফুটে এক
গজ হয় , ইউরোপেও সেই
তিন ফুটেই এক গজ হয়, সাড়ে তিন ফুটে না ।
দেখবেন মুখটা কেমন কাল হয়ে যায়
1 Cubic Foot = 28.3168466 Liters
অর্থাৎ ২৮.৩২ লিটার= ১ সিএফটি CFT
যেমন : ৯*২৮.৩২ = ২৫৪.৮৮ সামথিং বা ২৫৫ লিটার = ৯ সিএফটি