​সীমান্ত 

বাংলাদেশের সীমান্তে ভারতের মোট রাজ্য- ৫টি
বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়- মণিপুর রাজ্য (টিপাইমুখ বাঁধ)
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩২টি
ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলা- ৩০টি
ভারত ও মায়ানমার দু’টি দেশের সঙ্গেই সীমান্ত আছে- রাঙামাটি জেলার
মোট সীমান্ত- ৫১৩৮ কিমি (অথবা ৪৭১৯ কিমি)
মোট স্থলসীমা- ৪৪২৭ কিমি
ভারতের সাথে সীমান্ত- ৪১৪৪ কিমি (অথবা ৩৭১৫ কিমি)
মায়ানমারের সাথে সীমান্ত- ২৮৩ কিমি
সমুদ্র উপকূলের দৈর্ঘ্য- ৭১১ কিমি
কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য- ১৫৫ কিমি (পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত)
অর্থনৈতিক সমুদ্র সীমা- ২০০ নটিক্যাল মাইল
রাজনৈতিক সমুদ্র সীমা- ১২ নটিক্যাল মাইল
সীমান্ত থেকে ফারাক্কা বাঁধের দূরত্ব- ১৬.৫ কিমি/ ১১ মাইল
ভারতের ভেতরে বাংলাদেশের ছিটমহল- ৫১টি (পশ্চিমবঙ্গের কুচবিহার ও জলপাইগুড়ি জেলায়)
বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহল- ১১১টি (লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারীতে)
সবচেয়ে বেশি ছিটমহল- লালমনিরহাটে