সুন্দরবন
বাংলাদেশের জাতীয় বন- সুন্দরবন
বিশ্ব ঐতিহ্য (World Heritage)- সুন্দরবন
সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা দিয়েছে- UNESCO (১৯৯৭ সালে) (৫২২তম)
মোট বনভূমি- ২৫ লক্ষ হেক্টর/ ২৫ হাজার বর্গকিমি
বনভূমি মোট ভূমির- ১৭.৫০%
সুন্দরবনের আয়তন – ৫৭৪৭ বর্গকিমি(অথবা ৫৫৭৫ বর্গকিমি)/ ২৪০০ বর্গমাইল
বাংলাদেশে সুন্দরবনের- ৬২% (বাকি ৩৮% ভারতে)
সুন্দরবনকে স্পর্শ করেছে- ৫টি জেলা
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন- সুন্দরবন (সুন্দরবন টাইডাল বনও বটে)
সুন্দরবনের ৩টি এলাকাকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে।
সুন্দরবনের প্রধান গাছ- সুন্দরী