• সবচেয়ে হালকা ধাতু কোনটি ?
– লিথিয়াম ( Li) ।
• সবচেয়ে ভারী ধাতু কোনটি ?
-অসমিয়াম ( Os ) ।
• সবচেয়ে হালকা মৌল / গ্যাস / অধাতু
কোনটি ?
– হাইড্রোজেন ( H ) ।
• সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি ?
– ক্যালিফোর্নিয়াম ( Cf ) -প্লাটিনাম ( Pt )
– ইউরেনিয়াম ( U ) ।
• সবচেয়ে ঘাতসহ ধাতু কোনটি ?
– সোনা ( Au ) ।
• সবচেয়ে নমনীয় ধাতু কোনটি ?
– প্লাটিনাম ( Pt ) ।
• সবচেয়ে উচ্চ গলনাংক বিশিষ্ট ধাতু
কোনটি ?
– ট্যাংস্টেন ( W ) ।
• সবচেয়ে নিম্ন গলনাংক বিশিষ্ট ধাতু
কোনটি ?
– লেড / সীসা ( Pb ) ।
• সবচেয়ে সক্রিয় মৌল / সক্রিয় অধাতু /
সর্বাপেক্ষা ঋণাত্বক মৌল কোনটি ?
– ফ্লোরিন ( F ) ।
• সর্বাপেক্ষা তড়িৎ ধণাত্বক মৌল কোনটি ?
– সিজিয়াম ( Cs ) ।
• সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি ?
– পটাশিয়াম ( K ) ।
• সবচেয়ে বেশি আপেক্ষিক তাপ বিশিষ্ট
পদার্থ কোনটি ?
– পানি ( H2O ) ।
• সবচেয়ে বিদ্যুৎ / তাপ সুপরিবাহী পদার্থ
কোনটি ?
– সিলভার / রূপা ( Ag ) ।
• সবচেয়ে বেশি তরল ধাতু কোনগুলো ?
– সিজিয়াম ( Cs ), মার্কারী ( Hg ) ।
• কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয়
না ?
– অ্যান্টমনি ( Sb ) ।
•কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল
অবস্হায় থাকে ?
– পারদ ( Hg )এবং সিজিয়াম ( Cs )।
• সবচেয়ে ভারী তরল পদার্থ কোনটি ?
– পারদ ( Hg ) ।
•কোন ধাতু পানিতে ভাসে ?
– সোডিয়াম ( Na )।
• কোন অধাতু তাপ ও বিদ্যুৎ পরিবহনে
সক্ষম ?
– গ্রাফাইট ।
• কোন অধাতু বিদ্যুৎ অর্ধপরিবাহী
( Semi – Conductor ) ?
– সিলিকন ( Si ) ।
• কোন মৌলিক আধাতু সাধারণ তাপমাত্রায়
তরল অবস্হায় থাকে ?
– ব্রোমিন ( Br )।
• প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি ?
– হীরক ।