General knowledge
১। কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ?

= তুর্কী 

২। ’পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু ‘ শীর্ষক পুস্তিকা বের করে 

= তমদ্দুন মজলিস 

৩। বাতাসে অক্সিজেনের পরিমাণ শতকরা কত ভাগ ?

= ২০.৭১%

৪। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে – কোন গ্রন্থের উক্তি ?

= ভারতচন্দ্রের ’অন্নদামঙ্গল’ । ঈশ্বরী পাটনির উক্তি । 

৫। তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন ?– উক্তিটির স্রষ্টা কে?

= বঙ্কিমচন্দ্র । কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক নবকুমার এই উক্তিটি করেন । 

৫। মুক্তিযুদ্ধের পর ভারত- পাকিস্তানের মধ্যকার চুক্তির নাম 

= সিমলাচুক্তি । ২জুলাই , ১৯৭২ । 

৬। হিটলার কর্তৃক কোন দেশ আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ?

= পোল্যান্ড 

৭। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কোন সম্মেলনে আমেরিকা , বৃটিশ ও রুশ মিলিত হয়ে যুদ্ধের ফলাফলা নির্ধারণ করেন ?

= পটসডম । জার্মানির , ১৭জুলাই-২ আগস্ট , ১৯৪৫। 

৮। পলাশীযুদ্ধ ১৭৫৭ সালের কোন তারিখে অনুষ্ঠিত হয় ?

= ২৩ জুন । 

৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে বৃটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

= চেম্বারলেন 

১০ । আমেরিকার গৃহযুদ্ধ হয়েছিল কোন প্রেসিন্টের আমলে ? 

= আব্রাহাম লিঙ্কন । 

১১। জৈয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত ?

= সিলেটে 

১২। সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন ?

= আওরঙ্গজেব 

১৩। চীনের কোন প্রদেশ মুসলিম অধ্যুষিত ?

= জিংজিয়াং 

১৪। ক্রেওক্রাডাং পাহাড় কোথায় অবস্থিত ?

= বান্দরবান 

১৫। জাতিসংঘ ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সাফল্যের স্বীকৃতি স্বরুপ সাউথ সাউথ পুরস্কার প্রদান করেন ?

= দারিদ্র্য বিমোচন ।

১৬।জাতিসংঘ ২০১৪সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সাফল্যের স্বীকৃতি স্বরুপ সাউথ সাউথ কো অপারেশন ভিশনারি অ্যাওয়ার্ড প্রদান করেন ?

-ডিজিটাল ব্যবস্থায় বাংলাদেশের অগ্রগতি ও শিক্ষার প্রসারে ।