.
☞ চিকনগুনিয়া → এক প্রকার ভাইরাস জ্বর
☞ চিকনগুনিয়া জ্বরের ভাইরাস একটি → আলফা / গোত্র টোগা ভাইরাস
☞ চিকনগুনিয়া জ্বরের ভাইরাস প্রথম ধরা পড়ে → তানজানিয়ায় (১৯৫২ সালে)
☞ চিকনগুনিয়া শব্দের অর্থ → বাঁকা হয়ে যাওয়া (মোজাম্বিক ভাষা)
☞ বাংলাদেশে চিকনগুনিয়া আসে → কলকাতা থেকে
☞ বাংলাদেশে প্রথম চিকনগুনিয়া সনাক্ত করা হয় → রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে (২০০৮ সালে)
☞ চিকনগুনিয়া ও ডেঙ্গু উভয় রোগের ভাইরাসের বাহক → Adese Aegypti মশা
☞ এডিস মশা সাধারণত কামড়ায় → দিনের বেলা
☞ চিকনগুনিয়ার লক্ষণগুলা হলো →
১. ১০৪-১০৫ ডিগ্রি জ্বর
২. শরীরের গিটে গিটে ব্যথা
৩. সারা শরীরে র্যাশ
৪. দূর্বলতা ও বমি বমি ভাব
৫. মাংশপেশীতে ব্যাথা
৬. হাড়ের জোড়াগুলো ফুলে যাওয়া এবং
৭. ঘন ঘন পানি পিপাশা
☞ সম্প্রতি হাইকোর্ট চিকনগুনিয়া প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল জারি করে → ৯ জুলাই ২০১৭