আলোচনার বিষয় সোনা/স্বর্ণের ওজন:Gold
পরিমাপ আমাদের সবার পরিবারে কম-বেশি স্বর্ণ ব্যবহার করি। সবাইকেই মোটামুটি স্বর্ণ কেনা-কাটা করতে হয় বিভিন্ন প্রয়োজনে। আমাদের দেশে সাধারনত স্বর্ণ বিক্রির একক হিসেবে”ভরি” ব্যবহার করা হয়। কিন্তুু বিদেশে স্বর্ণ কিনতে গেলে ভরি হিসেবে কিনতে পারবেন না। কারণ, বিদেশে স্বর্ণ বিক্রিরএকক হিসেবে ওজন পরিমাপের আন্তর্জাতিক একক “কিলোগ্রাম” ব্যবহার করা হয়। যার ভগ্নাংশ হচ্ছে “গ্রাম”। স্বর্ণ যেহেতু অনেক মূল্যবান,তাই লোকে অত্যন্ত অল্প পরিমাণে এটা কিনেথাকে। তাই স্বর্ণের ওজন পরিমাপে “গ্রামই” বেশি ব্যবহার হয়।আমরা অনেকেই জানি না যে, কত গ্রামে কতভরি হয়। এটা জানা থাকলে দেশ- বিদেশে স্বাচ্ছন্দে স্বর্ণ কেনাকাটা করতেপারবেন। সেইসঙ্গে দামের পার্থক্যটাও ধরতে পারবেন স্বর্ণ কেনার সময় যা জানা আপনার বেশীপ্রয়োজনঃআপনি কত ক্যরেটের স্বর্ণ কিনছেন বা কিনবেন। স্বর্ণ সাধারনত:https://amirulislaminfo.wordpress.com

২৪, ২২, ২১ ও ১৮ ক্যারেটের হয়ে থাকে বা

১৪ এবং ১০ ক্যারেটেরও স্বর্ণ আছে।ক্যারেট অনুযায়ী পিউরিটির একটি তালিকা নিন্মেতুলে ধরছিঃ

https://amirulislaminfo.wordpress.com
২৪ ক্যারেট= ৯৯.৯৯ % পিউর pure
২২ ক্যারেট= ৯১.৬০ % পিউর pure

২১ ক্যারেট=৮৭.৫০% পিউর pure

১৮ ক্যারেট= ৭৫.০০ % পিউর pure

১৪ ক্যারেট= ৫৮.৫ % পিউর pure

১০ ক্যারেট= ৪১.৭ % পিউর pure https://amirulislaminfo.wordpress.comএ তালিকা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। তাই আপনি যখনই কোন স্বর্ণের অর্ণামেন্টস কিনবেন অবশ্যই অর্ণামেন্টেস এর গায়ে খোদায় করা ক্যারেট লেখা দেখে নিবেন,অর্ণামেন্টেস এর গায়ে খোদায় করা লেখা থাকবে

https://amirulislaminfo.wordpress.com
৯৯৯৯ অর্থাৎ ২৪ ক্যারেট ,
৯১৬ অর্থাৎ ২২ক্যারেট,

৮৭৫ অর্থাৎ ২১ ক্যারেট,

৭৫০ অর্থাৎ ১৮ক্যারেট।

https://amirulislaminfo.wordpress.comচেনের হুকে খোদায় করা থাকে।আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরঃ১ গ্রাম (১১.৬৬৩৮ গ্রাম এ ১ ভরি) Suppose স্বর্ণের দাম ৪৪.৫০ ইউএস ডলার এবং যদি ১১.৬৬৩৮ গ্রাম এ ১ভরি হয়, এই হিসেবে এক ভরি স্বর্ণের https://amirulislaminfo.wordpress.com

মুল্য ১১.৬৬৩৮X৪৪.৫০ = ৫১৯.০৪ ডলার। এইবার আপনিও বলতে পারবেন বাংলাদেশী কত টাকা হবে।মনে করুন সিঙ্গাপুরের মার্কেটে দরঃ১ গ্রাম (১১.৬৬৩৮ গ্রাম এ ১ ভরি) স্বর্ণের দাম ৫৫.৭০ ডলার। যদি ১১.৬৬৩৮ গ্রাম এ ১ ভরি হয়,এই হিসেবে এক ভরি স্বর্ণের মুল্য ১১.৬৬৩৮X৫৫.৭০ = ৬৪৯.৬৭ ডলার সোনার পরিশুদ্ধতা (ক্যারাট) পরিমাপের গাণিতিকসুত্রঃX=24/(Mg/Mm) যেখানে,X হল সোনার ক্যারেট হিসাব , Mg হল অলংকারে খাঁটি সোনার ভর এবং Mm হল অলংকার এর মোট ভর স্বর্ণ পরিমাপের এককঃএই পরিমাপের একক আমাদের বাংলাদেশে বহুল ব্যবহার হয়ে থাকে।

১৬ আনায় ১ ভরি
৯৬ রতিতে ১ ভরি

৬ রতিতে ১ আনা

১০পয়েন্টয়ে ১ রতি বা ৯৬০ পয়েন্ট=১ ভরি

https://amirulislaminfo.wordpress.com
কিন্তুু আন্তর্জাতিক পরিমাপের একক ভিন্ন যেমনঃ

১ আউন্স = ২.৪৩০৫ ভরি

১ আউন্স = ২৮.৩৪৯৫ গ্রাম

১ ভরি = ০.৪১১৪৩ আউন্স

১ ভরি = ১১.৬৬৩৮ গ্রাম

for more details call 09638020082