সাধারণ জ্ঞান
➊ বিশ্বে বজ্রপাতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়?
-বাংলাদেশে
➋ বর্তমানে দেশে সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে?
– ৯টি (সর্বশেষঃ ময়মনসিংহ)
➌ সিলেট জেলাকে ব্র্যান্ডিং করা হচ্ছে কি নামে__
– প্রকৃতিকন্যা
➍ ২০১৭-১৮ বছরের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
– ৯৯তম
➎ প্রথম ইসলামিক ক্রেডিট কার্ড (সাদিক) চালু করে?
-স্ট্যান্ডার্ড চার্টার্ড
➏ কোনো রকম পরিচর্যা ছাড়াই নিজস্ব শক্তিতে সোজা ও ওপরের দিকে লম্বা হয়ে ওঠে কোন গাছ?
– তালগাছ
➐ সৌদিআরবের বর্তমান বাদশাহ’র নাম?
– বাদশাহ সালমান
➑ ভারতের ডাউকি থেকে উৎপত্তি বাংলাদেশের কোন নদীর?
-পিয়াইন
➒ বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে শীর্ষস্থান কোন দেশের?
-সুইজারল্যান্ড
➓ দেশে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয় কখন?
– ২০১৬ সালে