➲বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ?
= চীন
➲ চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির বর্তমান নেতা?
= সি চিন পিং
➲ ফেসবুক ও টুইটার নেই?
= চীনে
➲ উইচ্যাট কি?
= সামাজিক যোগাযোগমাধ্যম( এটি চীনে খুবই জনপ্রিয়)
➲ উইচ্যাটের প্রতিষ্ঠাতা?
= মা হুয়াতেং
➲ দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অংশে কৃত্রিম দ্বীপ তৈরি করেছে?
= চীন
➲ জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা?
= ইউনেসকো
➲ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ দেবে?
= জাতীয় মানবাধিকার কমিশন
➲ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার শতভাগ কোন জেলার?
= যশোর (জাতীয় তথ্য বাতায়ন অনুযায়ী)
➲ যশোরে ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সাক্ষরতার হার?
= ৫৬ দশমিক ৫২
➲ স্বাস্থ্যসম্মত পয়ঃবর্জ্য ব্যবস্থার হার?
= ৯৫ দশমিক ১৯ ভাগ
➲ জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক স্তরে ২০১৮ সালের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত করার কথা বলা হয়েছে?
= ১:৩০
➲ ১৯৬৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত রাজধানীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল?
= ২০০৪ সালের ১৪ সেপ্টেম্বর (৩৪১ মিলিমিটার)
➲ বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা?
= ইনাম আল হক
➲ ২০১৬ সালের এপ্রিলে সৌদি সরকার বড় ধরনের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা অনুমোদন করে কি নামে?
= ‘ভিশন ২০৩০’
➲ সৌদি আরব প্রথমবারের মতো দেশটির নারীদের প্রার্থী ও ভোটার হওয়ার সুযোগ করে দেয়?
= ২০১৫ সালের ডিসেম্বরে
➲ ইউনেসকো কে ইসরায়েলবিরোধী আখ্যা দিয়ে সংস্থাটি থেকে নিজের সদস্যপদ প্রত্যাহার করছে?
= যুক্তরাষ্ট্র (এ সিদ্ধান্ত আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে)
➲ ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্র ওই সংস্থায় নিজেদের বরাদ্দ বাতিল করে?
= ২০১১ সালে
➲ জাতিসংঘের নিয়মিত বাজেটে ২২ শতাংশ ও শান্তিরক্ষা মিশনে ২৮ শতাংশ বরাদ্দ দেয়?
= যুক্তরাষ্ট্র
➲ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রকাশিত ‘ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট সোশ্যাল আউটলুক ২০১৭’- তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বে বেকার শ্রমিক?
= ২০ কোটি ১০ লাখ
➲ গত বছর বিশ্বের ২৮০ কোটি বা ৮৭ শতাংশ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে বেসরকারি খাতে__
= আইএলও
➲ সারা বিশ্বে বেকারত্বের হার?
= ৫ দশমিক ৮ শতাংশ
➲ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইটির লেখক?
= আবুল মনসুর আহমেদ
➲ ২১ দফা ইশতেহারের ভিত্তিতে যুক্তফ্রন্ট যে নির্বাচনে অংশ নিয়েছিল, তার রচয়িতা ছিলেন?
= আবুল মনসুর আহমদে
➲ ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকায় গঠন করা হয়? = পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ
➲ স্পেনের মোট জিডিপির ১৯ শতাংশ আসে?
= কাতালোনিয়া থেকে
➲ রংপুর বিশ্ববিদ্যালয় (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়) যাত্রা শুরু করে?
= ১২ অক্টোবর ২০০৮ সালে