1. “level” শব্দটির অক্ষর গুলো উল্টে দিলেও তা একই থাকবে।
2. “গ্রহরাজ” হিসেবে পরিচিত “বৃহস্পতি” গ্রহটি পৃথিবীর চেয়ে ১৩০০ গুন বড়।
3. ‘রিভার ডি’ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নদী।
4. ২৪ ঘণ্টায় ছেলেরা গড়পড়তা ২০০০ শব্দ এবং মেয়েরা গড়পড়তা ৫০০০ শব্দ ব্যাবহার করে থাকে।
5. ৯৯% লোকই যখন তাদের পাসোয়ার্ডের একটি অক্ষর ভুল করে, তখুনি সে পুরো পাসোয়ার্ড ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে ফেলে এবং পুনরায় টাইপ করে।
6. DELL কম্পিউটার কোম্পানির মালিক মাইকেল ডেল মাত্র ১৯ বছর বয়সে ১০০০ ডলার নিয়ে ব্যবসা শুরু করেছিলেন।
7. E.Coli(ই.কলি)নামক ব্যাকটিরিয়ায় ডি.এন.এ.(DNA)এর দৈর্ঘ্য প্রায় ১.৫ কিমি।
8. অগাস্ট মাসে জন্মহার অন্য সব মাসের চেয়ে বেশি? অর্থাৎ,বিশ্বে অগাস্ট মাসেই সবচেয়ে বেশি জন্মদিন পালন করা হয়।
9. অজগর একটি শিকারকে হত্যার পর সেটি পুরোটুকু গিলে ফেলে! বাদ দেয় না এক কানাকড়ি অংশ!
10. অজগর সাপ একসাথে ১২টি -৩৬টি ডিম পাড়তে পারে!
11. অজগর সাপ তার শিকারকে ছোবল বা বিষ প্রয়োগে মারে না! বরং, সেই শিকারকে নিজের শরীর দিয়ে পেঁচিয়ে ধরে জোরে জোরে চাপ দেয়! এক পর্যায়ে শিকারটি শ্বাস নিতে না পেরে মারা যায়।
12. অধিকাংশ লিপস্টিক তৈরিতে মাছের আঁশ ব্যাবহার করা হয়
13. অনলাইনে প্রতি মিনিটে নীল ছবি দেখে প্রায় ২০ লাখ মানুষ।
14. অস্ট্রেলিয়াতে এক ধরনের কেঁচো পাওয়া যায় যা লম্বায় ১০ ফুট পর্যন্ত হতে পারে।
15. অস্ট্রেলিয়াতে বাচ্চারা সিগারেট কিনতে পারবে না! কারণ এটা আইনবিরোধী! কিন্তুু সিগারেট খেতে/টানতে পারবে! এতে কোনো বাধা নেই!
16. অ্যান্টার্কটিকা তে সবচেয়ে মোটা (প্রস্থে) বরফের টুকরাটি কতো মোটা জানেন?? ৩ মাইল
17. আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরী হয়েছিল, তাও খ্রীস্টের জন্মের ২০০০ বছর আগে।
18. আপনার বয়স ১৮ বছরের বেশি হলে এবং আপনার ওজন ৫০ কেজির বেশি হলে আপনি রক্তদান কর্মসূচীতে অংশ নিতে পারেন।
19.আপনার শরীরে যে পরিমান কার্বন আছে তা দিয়ে ৯০০০ পেন্সিল বানানো যাবে।
20. আপনি কি জানেন, একটি মাছির গড় আয়ু মাত্র ১৭ দিন।
21.আপনি জানেন কি, ফ্রেন্স ফ্রাইের আসল জন্মস্থান ফ্রান্সে নয়, বরং বেলজিয়ামে?
22. আপনি জানেন কি, ভারতে অন্য যেকোনো দেশের চেয়ে বেশি সংখ্যক পোস্ট অফিস রয়েছে?
22. আপনি জানেন কি, সুইজারল্যান্ডের মানুষরা বিশ্বে সবচেয়ে বেশি চকোলেট খায়? কতো বেশি জানেন?গড়ে প্রতিজন খায় বছরে প্রায় ১০ কেজি করে!
23. আপনি যদি খুব বেশি পরিমাণ গাজর খান তবে আপনার গাঁয়ের রঙে কিছুটা পরিবর্তন চলে আসবে।
24.আফ্রিকা মহাদেশে অন্য যেকোনো প্রাণীর আক্রমনের চেয়ে জলহস্তীর আক্রমনে বছরে বেশি মানুষ মারা যায়।
25. আফ্রিকান সিসাডা মাছি (cicada fly) ১৭ বছর ঘুমিয়ে কাটায়! ঘুম ভাঙার পর এরা মাত্র ২ সপ্তাহ বেঁচে থাকে!সেই সময়ে এদের প্রধান কাজ হলো বংশবৃদ্ধিতে অংশগ্রহন।
26.আমেরিকার ওকল্যান্ড ব্রীজ পৃথিবীর বৃহত্তম ব্রীজ।
27. আমেরিকার নিউইয়র্কে বছরে ১,৬০০ লোক অন্য মানুষের কামড়ে আহত হয়।
28. আমেরিকার নিউইয়র্কে কোনো উঁচু বিল্ডিং থেকে লাফিয়ে পড়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড। (অর্থাৎ, কেউ লাফিয়ে পড়ে যদি বেঁচে যায় তবে তাকে সুস্থ করে বাঁচিয়ে তুলে এরপর আবার মেরে ফেলা হবে।)
29.আমেরিকার ফ্লোরিডাতে আপনি যদি পার্কিং স্পটে কোনো হাতি বেঁধে রাখেন, তবে আপনাকে সেই হাতির জন্য পার্কিং ফি দিতে হবে!
30.আলবার্ট আইনস্টাইন ১৯৫২ সালে ইসরাইলের প্রেসিডেন্ট হবার অফার পান!
31. ইঁদুর আর ঘোড়া কখনো বমি করেনা!!
32. ইংরেজি বর্ণমালায় সর্বাধিক ব্যাবহার করা বর্ণ হলো “E” এবং সবচেয়ে কম ব্যাবহার করা বর্ণ হলো “Q”
33.এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে ৪৫ থেকে ৬০ মিনিট।
34. একজন পরিণত মানুষের দেহে কোশের সংখ্যা প্রায় ৭৫ ট্রিলিয়ন(৭৫×১০12)।
35. একজন মানব শিশু হাঁটা শেখার পূর্বে গড়ে ১৫০ কিলোমিটারের মতো হামাগুড়ি দেয়!
36. একজন মানুষ এর পক্ষে কখনই চোখ খোলা রেখে হাঁচি দেয়া সম্ভব না!
37. একজন মানুষ কোনো খাবার না খেয়ে বাঁচতে পারে এক মাস, কিন্তুু পানি পান না করলে এক সপ্তাহের বেশি বাঁচতে পারে না।
38. একটা মানুষের শরীরের সবটুকু রক্ত খেয়ে ফেলতে কয়টি মশার প্রয়োজন জানেন? ১,২০০,০০০।
39.একটা হাতি ৩ মাইল দূর থেকে পানির গন্ধ পায়!
40. একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় ৫ ফিট উপর থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ই এরা ব্যাথা পায় না বা আহত হয় না!!
41. একটি ডিমে শুধু ভিটামিন সি বাদে অন্য সব প্রকার ভিটামিন থাকে।
42. একটি মশার ওজন হতে পারে ২.৫ মিলিগ্রাম অর্থাৎ ০.০০২৫ গ্রাম!